Alipurduar News: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের পথ দেখাতে সৃষ্টিশ্রী মেলা
- Published by:kaustav bhowmick
Last Updated:
চার দিন ধরে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই মেলা চলবে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানান হস্তশিল্প ও পোশাক বিপননের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
আলিপুরদুয়ার: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ দেবে সৃষ্টিশ্রী মেলা। এই মেলায় নিজেদের হস্তশিল্পের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন তাঁরা।
রাজ্য সরকারের নির্দেশে আলিপুরদুয়ার জেলা গ্ৰামোন্নয়ন বিভাগ ও আলিপুরদুয়ার-১ ব্লক প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে এই মেলা। আলিপুরদুয়ার জংশন ময়দানে সৃষ্টিশ্রী মেলার আসর বসেছে। চার দিন ধরে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই মেলা চলবে। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানান হস্তশিল্প ও পোশাক বিপননের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
এই মেলায় জেলার প্রতিটি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি জিনিসপত্রের স্টল আছে। বৃহস্পতিবার সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথম দিন থেকেই মেলায় ভালো ভিড় হচ্ছে। ২৫ টি স্টল আছে।
advertisement
সৃষ্টিশ্রী মেলা প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, মহিলাদের সশক্তিকরণ চাইছে সরকার। তার জন্যই সৃষ্টিশ্রীর ভাবনা। একজন মহিলাকে এগিয়ে আসতে দেখলে বাকিরাও এগোবেন। অনেক ভাবনা চিন্তা করেই রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 4:45 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয়ের পথ দেখাতে সৃষ্টিশ্রী মেলা
