Alipurduar News- অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান বিন্নাগুরি সেনাছাউনিতে

Last Updated:

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ৬ জন বীর নারীকে সম্মান জানানো হয়। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা এই সমাবেশে উপস্থিত ছিলেন

অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান।
অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান।
#বিন্নাগুরি: অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল বিন্নাগুরি সেনাছাউনিতে (Alipurduar News)। অবসরপ্রাপ্ত সৈনিকদের পাশে দাঁড়াতে এবং শহীদ সেনা জওয়ানদের পরিবারকে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত সৈনিকরা তার অবসরকালীন সুযোগ সুবিধা থেকে শুরু করে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন। তার পরিবারের লোকেরা অনেক সময় কি করবেন, কোথায় যাবেন, তা বুঝে উঠতে পারেন না। তাদেরকে সেই তথ্য জানাতে, দীর্ঘ দু বছর পর ফের আয়োজিত হল বিন্নাগুরি সেনাছাউনিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে এই অনুষ্ঠান।
জানা যায়, অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ৬ জন বীর নারীকে সম্মান জানানো হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায়, লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ, প্রভিন ছাবরা জিওসি ৩০ মাউন্টেন ডিভিশন সহ ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায় প্রমুখ।এই অনুষ্ঠানে এদিন মূলত কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার অবসরপ্রাপ্ত সেনাকর্মী, বীর নারী ও তাদের পরিবারের সদস্যরা এই সমাবেশে উপস্থিত ছিলেন(Alipurduar News)।
advertisement
এদিন অনুষ্ঠানের প্রথমে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ বলেন, "করোনা আবহে গত দু'বছর আমরা একসাথে মিলিত হতে পারিনি। তাই পার্শ্ববর্তী এলাকার অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে একটি সমাবেশ করা হয়েছে। এখানে আমরা বীর নারী, প্রাক্তন সেনাকর্মী থেকে শুরু করে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া আমরা অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাদের পরিবারের পাশে সর্বদা আছি। এখানে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সুবিধার্থে বিভিন্ন রকমের শিবির করা হয়েছে।"
advertisement
advertisement
এই সমাবেশে উপস্থিত বীর নারী খুশবু মহম্মদ বলেন, "আমি খুব খুশি যে সীমান্তে আমার স্বামী দেশের জন্য শহীদ হয়েছিলেন এবং আজকে আমাকে এখানে সেই সূত্রে ডেকে সম্মান জানানো হলো। আমি আমার একমাত্র মেয়েকেও ওর বাবার মতো সৈনিক বানাতে চাই। আমার কোনো অসুবিধা নেই এবং আমার পাশে ভারতীয় সেনাবাহিনী আছে।"
অবসরপ্রাপ্ত সৈনিকদের পাশে দাঁড়াতে এবং শহীদ সেনা জওয়ানদের পরিবারকে শ্রদ্ধা জানাতে, দীর্ঘ ২ বছর পর আবার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেকের মিলিত হওয়ায় আনন্দের লহর বইতে লক্ষ্য করা যায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের মধ্যে।
advertisement
Dependra Nath Lahiri
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News- অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান বিন্নাগুরি সেনাছাউনিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement