Alipurduar News: শিশু সুরক্ষা ও মানব পাচার ঠেকাতে চা বলয়ে বিশেষ উদ্যোগ
- Published by:Ananya Chakraborty
- Reported by:ANNANYA DEY
Last Updated:
শিশুদের একটু বোঝার ক্ষমতা হলেই তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে অভিভাবকদের। এই সমস্ত বিষয় নিয়ে সচেতন করতেই অভিভাবকদের এই শিবিরে ডাকা হয়েছিল।
আলিপুরদুয়ার: চা বাগান এলাকায় শিশু সুরক্ষা ও মানব পাচার নিয়ে বিশেষ সচেতনতা গড়ে তোলার উদ্যোগ প্রশাসনের। আসলে চা শ্রমিক পরিবারের শিশুদের সুরক্ষা নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে। সেই সঙ্গে দারিদ্র্যের কারণে এখানে নারী পাচারের ঘটনাও যথেষ্ট বেশি। আর তাই শিশু সুরক্ষা ও মানব পাচার ঠেকাতে সোমবার সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে আয়োজিত হলো বিশেষ শিবির। কালচিনি থানার পুলিশ ও জেলা লিগাল ফোরামের যৌথ উদ্যোগে এই শিবির আয়োজিত হয়। সেখানে চা শ্রমিক পরিবারের সদস্যরা যোগ দিয়েছিলেন।
আলিপুরদুয়ারের সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান ভগবতী ওঁরাও। এই উদ্যোগ প্রসঙ্গে চা বাগানের চিকিৎসক এ মহারাজা বলেন, শিশু মন কিছু বোঝে না। তারা যেখানে ভাল ব্যবহার পায় সেখানেই যায়। এভাবেই শিশুরা লালসার শিকার হয়। কিছু মানুষ খারাপ উদ্দেশ্য নিয়ে চা বাগানের শিশুদের খাবারের লোভ দেখিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে।এরকম ভুরিভুরি উদাহরণ আছে। এই ঘটনা ঠেকাতে হলে শিশুদের একটু বোঝার ক্ষমতা হলেই তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে অভিভাবকদের। এই সমস্ত বিষয় নিয়ে সচেতন করতেই অভিভাবকদের এই শিবিরে ডাকা হয়েছিল।
advertisement
advertisement
এদিকে সংসারে একটু স্বচ্ছলতার খোঁজে অনেক সময় ভিন রাজ্যে কাজের টোপ দিয়ে চা বাগানের পুরুষ ও মহিলাদের অন্যত্র পাচার করে দেওয়ার মত ঘটনাও ঘটছে। তাই কীভাবে বোঝা যাবে কোন কাজের প্রস্তাব ঠিক আর কোনটা পাচারকারীদের ফাঁদ তা নিয়েও আলোচনা হয়।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 8:02 PM IST