Maha Shivratri 2023 in Alipurduar: পেরোতে হয় নদী,ঝরণা, তাও দেশ পেরিয়ে ভুটানে ‘এই’ স্থানে বাবা-র মাথায় জল ঢালা হয় মহা শিবরাত্রিতে
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Maha Shivratri 2023: ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল। ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে শিবরাত্রিতে দর্শনার্থীদের ভিড়...
আলিপুরদুয়ার: ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল। ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য অসম সহ বেশ কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী দেশ ভুটানের থেকে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম হয় ।
প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ের জয়ন্তী মহাকাল ধাম পৌঁছতে হলে প্রথমে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেড়িয়ে পরবর্তীতে জয়ন্তী নদী পার করে এবং বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে পায়ে হেঁটে প্রায় ৩০০০ ফুট বেশি উঁচু পাহাড় হয়ে পরবর্তীতে মহাকাল ধামে পৌঁছতে হয় ।
আরও পড়ুন - Maha Shivratri 2023|| কীভাবে আবির্ভূত হয়েছিলেন আনাড়া বাবা! কবে তৈরি হল বানেশ্বর ধাম, জানুন ইতিহাস
advertisement
advertisement
ভুটান পাহাড়ের সরু উঁচু পথ বেয়ে তবেই মহাকাল ধামে পৌঁছনো যাবে । বছরে অন্য সময় এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও শিবরাত্রি উপলক্ষ্যে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় প্রবেশ পথ।
advertisement
শনিবার সকাল থেকে প্রচুর দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গিয়েছে মহাকাল ধামে। মন্দিরে যাওয়ার লাইনে একদিন আগের সন্ধ্যা থেকে দাঁড়িয়ে রয়েছেন কয়েক হাজার দর্শনার্থী । ভুটান প্রশাসন , আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি খরস্রোতা নদীতে অস্থায়ী বাঁশের সেতু এবং অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। বেশ কিছু সংগঠনের থেকে মহাকাল ধাম যাওয়ার রাস্তায় ভাণ্ডারা খোলা হয়েছে।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 11:02 AM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Maha Shivratri 2023 in Alipurduar: পেরোতে হয় নদী,ঝরণা, তাও দেশ পেরিয়ে ভুটানে ‘এই’ স্থানে বাবা-র মাথায় জল ঢালা হয় মহা শিবরাত্রিতে