Maha Shivratri 2023 in Alipurduar: পেরোতে হয় নদী,ঝরণা, তাও দেশ পেরিয়ে ভুটানে ‘এই’ স্থানে বাবা-র মাথায় জল ঢালা হয় মহা শিবরাত্রিতে

Last Updated:

Maha Shivratri 2023: ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল। ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে শিবরাত্রিতে দর্শনার্থীদের ভিড়...

+
ডুয়ার্সের

ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল

আলিপুরদুয়ার: ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল। ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ‍্য অসম সহ বেশ কয়েকটি রাজ‍্য এবং প্রতিবেশী দেশ ভুটানের থেকে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম হয় ।
প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ের জয়ন্তী মহাকাল ধাম পৌঁছতে হলে প্রথমে আলিপুরদুয়ার জেলার বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেড়িয়ে পরবর্তীতে জয়ন্তী নদী পার করে এবং বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে পায়ে হেঁটে প্রায় ৩০০০ ফুট বেশি উঁচু পাহাড় হয়ে পরবর্তীতে মহাকাল ধামে পৌঁছতে হয় ।
advertisement
advertisement
ভুটান পাহাড়ের সরু উঁচু পথ বেয়ে তবেই মহাকাল ধামে পৌঁছনো যাবে । বছরে অন‍্য সময় এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও শিবরাত্রি উপলক্ষ্যে দর্শনার্থীদের জন‍্য খুলে দেওয়া হয় প্রবেশ পথ।
advertisement
শনিবার সকাল থেকে প্রচুর দর্শনার্থীদের সমাগম লক্ষ‍্য করা গিয়েছে মহাকাল ধামে। মন্দিরে যাওয়ার লাইনে একদিন আগের সন্ধ্যা থেকে দাঁড়িয়ে রয়েছেন কয়েক হাজার দর্শনার্থী । ভুটান প্রশাসন , আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ‍্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি খরস্রোতা নদীতে অস্থায়ী বাঁশের সেতু এবং অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। বেশ কিছু সংগঠনের থেকে মহাকাল ধাম যাওয়ার রাস্তায় ভাণ্ডারা খোলা হয়েছে।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Maha Shivratri 2023 in Alipurduar: পেরোতে হয় নদী,ঝরণা, তাও দেশ পেরিয়ে ভুটানে ‘এই’ স্থানে বাবা-র মাথায় জল ঢালা হয় মহা শিবরাত্রিতে
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement