Alipurduar News: গরম পড়তে বাকি আছে, এখনই তীব্র জল সঙ্কট চা বাগানে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
খাতায় কলমে শীত এখনও ফুরোয়নি। কিন্তু এরই মধ্যে আলিপুরদুয়ারের বিচ চা বাগানে তীব্র আকার ধারণ করেছে পানীয় জলের সঙ্কট
আলিপুরদুয়ার: শীত এখনও পুরোপুরি চলে যায়নি, খাতায় কলমে গ্রীষ্মকাল আসতে ঢের বাকি আছে। কিন্তু তার আগেই চা বাগান এলাকায় তীব্র হয়ে উঠেছে পানীয় জলের সঙ্কট। আলিপুরদুয়ারের বিচ চা বাগানে ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করতে চলেছে এই জলের সঙ্কট। ফলে গরমের সময় কী হবে ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন চা শ্রমিকরা।
এই বিচ চা বাগান এলাকায় জল প্রকল্পের একটিও ট্যাঙ্ক নেই। বাগান কর্তৃপক্ষ প্রতিদিন সকালে শ্রমিকদের জন্য কিছুটা করে পানীয় জল দেন। কিন্তু তাতেও রয়েছে সমস্যা। পাইপ দিয়ে সেই জল এত ক্ষীণ ধারায় পড়তে থাকে যে তা দিয়ে কিছুই প্রায় হয় না এলাকাবাসীদের। বাধ্য হয়ে পার্শ্ববর্তী নদী থেকে জল আনতে হয় তাঁদের। এই জল সমস্যা চলছে ছয় মাসের বেশি সময় ধরে। চা শ্রমিকদের অভিযোগ, তাঁদের এই সমস্যা নিয়ে বিশেষ কোনও হেলদোল দেখায়নি প্রশাসন। এরফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। জল ধরে রাখতে না পারার কারণে স্নান করে উঠতে পারেন না তাঁরা। প্রতিদিন প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে নদী থেকে জল ভরে আনতে হয়।
advertisement
advertisement
সম্প্রতি বিচ চা বাগান পরিদর্শনে এসেছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ। তাঁকে কাছে পেয়ে সমস্ত অভিযোগ জানান শ্রমিকরা। জলের পাইপগুলি দেখেন বিডিও। তিনি জানিয়েছেন এই গ্রামে জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হবে।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 9:43 AM IST