Alipurduar News: প্রতিভা খুঁজে বের করতে পুলিশের উদ্যোগে রাইনো কাপ ভলিবল টুর্নামেন্ট

Last Updated:

ডুয়ার্সে প্রতিভার অভাব নেই।খেলাধুলোর প্রতি যথেষ্ট ঝোঁক রয়েছে যুবকদের। তাদের প্রতিভা যাতে বিকাশ পায় তার জন্য আয়োজন করা হল ভলিবল টুর্নামেন্ট -এর। আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ‍্যোগে কালচিনি থানা ময়দানে আয়োজিত হল রাইনো কাপ ভলিবল টুর্ণামেণ্ট।

#আলিপুরদুয়ার : ডুয়ার্সে প্রতিভার অভাব নেই।খেলাধুলোর প্রতি যথেষ্ট ঝোঁক রয়েছে যুবকদের। তাদের প্রতিভা যাতে বিকাশ পায় তার জন্য আয়োজন করা হল ভলিবল টুর্নামেন্ট -এর। আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ‍্যোগে কালচিনি থানা ময়দানে আয়োজিত হল রাইনো কাপ ভলিবল টুর্ণামেণ্ট। বুধবার থেকে কালচিনি থানা ময়দানে পুলিশের উদ‍্যোগে এই টুর্ণামেণ্ট শুরু হয়েছে। টূর্ণামেণ্টে কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে পনেরোটি দল অংশগ্রহণ করেছে। চা বলয় ও বনবস্তি এলাকা থেকে প্রতিভা তুলে নিয়ে আসতে পুলিশের এই উদ‍্যোগ বলে জানা যায়।
আলিপুরদুয়ার জেলার প্রতিটি থানার উদ্যোগে চলছে খেলা। কালচিনি থানার মাঠে আয়োজিত এই খেলায় এদিন পনেরোটি দলের মধ্যে নক আউট টুর্নামেন্ট চলে। কালচিনি থানার ওসি টিএন লামা জানান,নক আউট টুর্নামেন্ট থেকে যারা জয়ী হবে। তাদের নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার আয়োজন করা হবে। এরপর ধাপে ধাপে সেমিফাইনাল। এরপর ফাইনাল। সর্বশেষ খেলা হবে আলিপুরদুয়ারে।
advertisement
advertisement
বিজয়ী টিম পাবে নগদ পঁচিশ হাজার টাকা। রানার আপ টিম পাবে নগদ পনেরো হাজার টাকা। কালচিনিতে খেলোয়ার প্রচুর রয়েছে।এদের মধ্যে অনেকে প্রশিক্ষণের অভাবে পিছিয়ে পড়ে।প্রতিটি প্রতিভা সংরক্ষণ করতে চায় পুলিশ। এছাড়া যুব সমাজকে অন্ধকার থেকে আলোর দিশা দেখাতেও এই খেলাগুলি সহায়তা করবে বলে বিশ্বাস পুলিশের।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রতিভা খুঁজে বের করতে পুলিশের উদ্যোগে রাইনো কাপ ভলিবল টুর্নামেন্ট
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement