Alipurduar News: রাস্তা তৈরিতে ব্যবহার নিম্নমানের সামগ্রী, আটকালেন গ্রামবাসীরা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
নিম্নমানের রাস্তার কাজ দেখে,গ্রামে কোনও উন্নয়ন চাইছেন না গ্রামবাসীরা।ঘটনাটি মহাকালগুড়ির।
আলিপুরদুয়ারঃ নিম্নমানের রাস্তার কাজ দেখে, গ্রামে কোনও উন্নয়ন চাইছেন না গ্রামবাসীরা। ঘটনাটি মহাকালগুড়ির। রাস্তা তৈরির কাজ খারাপ হচ্ছে এই অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিল বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নং ব্লকের মহাকালগুড়ি এলাকায়। মহাকালগুড়ি এলাকায় পথশ্রী প্রকল্পের দুই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। গত তিনমাস ধরে সেই চলছে কাজ।
বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্ৰী দিয়ে কাজ হচ্ছে। এছাড়া নিয়মাবলী মেনে কাজ হচ্ছেনা। এই অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয় বাসিন্দারা। গ্ৰামবাসীদের দাবি, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের আসতে হবে। সমস্ত তথ্য গ্ৰামবাসীদের জানাতে হবে। এত ধীরগতির কাজ আগে গ্রামে হয়নি বলে অভিযোগ উঠছে। রাস্তা তৈরিতে যে পাথর দেওয়া হয়েছে তার ওপর পিচ পড়লে পনের দিন যেতে না যেতেই রাস্তা ভেঙে পড়বে।এদিকে কাজ নিয়ে কোনও সদুত্তর দিতে পারে নি ইঞ্জিনিয়ারও।
advertisement
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 7:00 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: রাস্তা তৈরিতে ব্যবহার নিম্নমানের সামগ্রী, আটকালেন গ্রামবাসীরা