Alipurduar News: হঠাৎ ধোঁয়া, একটা পোড়া পোড়া গন্ধ! মর্মান্তিক সেই দৃশ্য ভুলতে পারছে না আলিপুরদুয়ার

Last Updated:

ক্ষতির পরিমাণকয়েক লক্ষ টাকা।

আগুন নেভাচ্ছে দমকল
আগুন নেভাচ্ছে দমকল
আলিপুরদুয়ার: আতঙ্ক পিছু ছাড়ছে না আলিপুরদুয়ার হাসপাতাল রোডের সেই বহুতলের বাসিন্দাদের। ভয়ে এখনও ঘরে ঢোকার সাহস পাচ্ছেননা তাঁরা। আলিপুরদুয়ার হাসপাতাল রোডে শুক্রবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত হয়।
জানা গিয়েছে, দুটি অটোমোবাইলের পার্টসের  থেকে ধোঁয়া বের হতে থাকলে এবং পোড়া গন্ধ পেয়ে বহুতলের আবাসিকেরা বুঝে যান তাদের ঘরের নীচে আগুন লেগেছে। এরপর তাঁরা খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৩ টি ইঞ্জিন। দোকান দুটি বিল্ডিংয়ের ভিতরে থাকায় সমস্যা হয় দমকল কর্মীদের। প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণেআগুন লেগেছিল তা খতিয়ে দেখছে আলিপুরদুয়ার দমকলের কর্মী ও আধিকারিকেরা।
advertisement
ওই দুটি দোকানের যাবতীয় জিনিসপত্র পুড়ে গিয়েছে। ক্ষতির পরিমাণকয়েক লক্ষ টাকা। পাশাপাশি ৪ টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের ওসি বিশ্বজিত রায় জানিয়েছেন, ওই বহুতল থেকে দমকল কর্মীরা ১৩ জন আবাসিককে উদ্ধার করেছে। তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হঠাৎ ধোঁয়া, একটা পোড়া পোড়া গন্ধ! মর্মান্তিক সেই দৃশ্য ভুলতে পারছে না আলিপুরদুয়ার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement