Alipurduar News: ক্যাপসিকাম চাষ করেই হবে ব্যাপক লাভ! জেনে নিন সঠিক ভাবে চাষের পদ্ধতি
- Published by:Ankita Tripathi
Last Updated:
ক্যাপসিকাম, লঙ্কা প্রজাতির এই সবজিটির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দামও বেশ ভালই পাওয়া যায়।তাই কালচিনির লতাবাড়ি এলাকার কৃষকরা ক্যাপসিকাম চাষের দিকে ঝুঁকেছেন।
আলিপুরদুয়ার: ক্যাপসিকাম, লঙ্কা প্রজাতির এই সবজিটির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে হোটেল-রেস্তরাঁয় ক্যাপসিকাম ছাড়া রান্না প্রায় হয় না বললেই চলে।
বাজারে সারাবছরই মেলে এই সবজিটি। দামও বেশ ভালই পাওয়া যায়। তাই কালচিনির লতাবাড়ি এলাকার কৃষকরা ক্যাপসিকাম চাষের দিকে ঝুঁকেছেন। প্রথমবার চাষেই ভাল লাভের মুখ দেখছেন তারা।
advertisement
লতাবাড়ি এলাকার কৃষকেরা কেউ আধ বিঘা আবার কেউ এক বিঘা জমিতে প্রথমবারের মত এই সবজির চাষ করেছিলেন।ফলন হয়েছে প্রতিটি কৃষকের। ক্যাপসিকাম গাছ থেকে তুলে তা বাজারে বিক্রি করছেন তারা।আশি টাকা কিলোদরে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম বলে জানালেন কৃষক ঘনশ্যাম ছেত্রী।
advertisement
তিনি জানান, চারা লাগানর জন্য বেড তৈরি করে নিতে হয়েছিল তাদের। জমিতে চারার সারির মাঝখানে ড্রেনের ব্যবস্থা করেছেন।গোবর সার প্রয়োগ করে ক্যাপসিকামের ফলন ফলিয়েছেন তিনি।সঠিক নিয়মে সঠিক পরিচর্যার ক্যাপসিকাম চাষের বাণিজ্যিক ভাবে লাভবান হওয়া যায়। স্বল্প মূলধনে এই ব্যবসায় অধিক লাভ করা সম্ভব বলে জানান তিনি।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 1:17 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ক্যাপসিকাম চাষ করেই হবে ব্যাপক লাভ! জেনে নিন সঠিক ভাবে চাষের পদ্ধতি