Alipurduar News: মিড ডে মিলের রান্নার চালে পোকা, উত্তপ্ত বড়চৌকির বস এলাকা

Last Updated:

মিড ডে মিলের রান্নায় ব্যবহার করা হচ্ছিল পোকা চাল।জানতে পেরে অভিভাবকরা চড়াও হল বড়চৌকির বস বিদ্যালয়ে।ঘটনার জেরে শুক্রবার উত্তেজনা ছড়ায় এলাকায়।

+
title=

#আলিপুরদুয়ার: মিড ডে মিলের রান্নায় ব্যবহার করা হচ্ছিল পোকা ধরা চাল। আর তা জানতে পেরে অভিভাবকেরা চড়াও হলেন আলিপুরদুয়ারের বড়চৌকির বস নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। ঘটনার জেরে শুক্রবার উত্তেজনা ছড়াল গোটা এলাকায়।
অভিভাবকদের অভিযোগ, চালে পোকা ধরার বিষয়টি তাঁরা  যদি দেখতেই না পেতেন, তাহলে হয়ত এই পোকা চাল দিয়েই শিশুদের মিড ডে মিলের খিচুড়ি রান্না করা হত। এই ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
এদিনের ঘটনা ঘিরে সাময়িক ভাবে চাঞ্চল্য ছড়ায় বড়চৌকি এলাকায়। ভিড় জমে যায় বড়চৌকির বস নিম্ন বুনিয়াদি বিদ‍্যালয়ের সামনে। ঘটনাস্থলে পৌঁছন এলাকার পঞ্চায়েত সদস্যেরা। আসেন সমাজসেবীরাও।
বিদ‍্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের বক্তব্য়, এই চাল পুজোর আগে এসেছিল। চালের একটা বস্তাতেই অল্প পোকা দেখতে পাওয়া গিয়েছিল। তবে, পোকা দেখা মাত্রই তড়িঘড়ি ব্য়বস্থা করা হয়েছে। রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর দলের মহিলাদের বলা হয়েছে, তাঁরা যেন পোকা ধরা চাল রান্না না করেন।
advertisement
চাল নিয়ে শোরগোল পড়ে যাওয়ায় এদিন অবশ্য আর মিড ডে মিলের খাবার তৈরি হয়নি।  কী করে মিড ডে মিলের চালে পোকা ধরল, তার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্যরা।
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মিড ডে মিলের রান্নার চালে পোকা, উত্তপ্ত বড়চৌকির বস এলাকা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement