Lockdown Doll: বার্বি নয় এই পুতুলই এখন মন কেড়েছে শিশুদের! নাম কী জানেন তার?

Last Updated:

লকডাউনের সময় ঘরে বসে এই পুতুলটি তৈরি করেছিলেন।তারপর থেকে পুতুলটির নাম রেখেছেন লকডাউন ডল। মন কেড়ছে শিশুদের।

+
লকডাউন

লকডাউন ডল

আলিপুরদুয়ার: লকডাউনের সময় ঘরে বসে এই পুতুলটি তৈরি করেছিলেন,তারপর থেকে পুতুলটির নাম রেখেছেন লকডাউন ডল। পিন্টু বৈরাগীর এই সৃষ্টি সকলের মনে ধরার মত। বিভিন্ন রঙের লকডাউন ডল শোভা বৃদ্ধি করে মেলাগুলির। বর্তমানে আলিপুরদুয়ারের জটেশ্বরে চলছে শিবরাত্রির মেলা। এই মেলাতেই পিন্টু বৈরাগী এই লকডাউন পুতুলের দোকান বসিয়েছেন।
মাত্র ১০০ টাকাতে মিলছে এই লকডাউন পুতুল। জানা যায় লকডাউনের সময় থেকেই এই পুতুল তৈরির পেশার সঙ্গে যুক্ত হন পিন্টু। এই বিষয়ে পিন্টু বৈরাগী জানান,”পুতুল অনেক রকমের হয়। লকডাউনের সময় ঘের দেওয়া ফ্রক পড়ানো পুতুল তৈরির ভাবনা মাথায় আসে। সেই প্রথম এই পুতুল তৈরির পেশায় আমার হাতেখড়ি হয়। এই পুতুল শিশুদের পছন্দ হচ্ছে।”
advertisement
advertisement
আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি,অসমের বিভিন্ন মেলায় লকডাউন পুতুল নিয়ে চলে যান পিন্টু বৈরাগী। বাড়িতে আরও কর্মী রয়েছে। যাদের এই পুতুল তৈরির প্রশিক্ষণ তিনি দিয়েছেন। তাই পুতুলের পরিমাণ কখনও কম হয় না তার। এভাবেই লকডাউন পুতুল এনে দিচ্ছে তাঁর রুজিরুটি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Lockdown Doll: বার্বি নয় এই পুতুলই এখন মন কেড়েছে শিশুদের! নাম কী জানেন তার?
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement