Alipurduar News: জলের অভাবে ক্ষতি ভুট্টা চাষে! চিন্তায় কালচিনির কৃষকেরা
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:purnendu mondal
Last Updated:
পর্যাপ্ত জলের অভাবে ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি।কালচিনি ব্লকজুড়ে কৃষকদের মাথায় হাত।কোনও কৃষকই এবারে ৩০ শতাংশের বেশি ভুট্টা ঘরে তুলতে পারেননি।
আলিপুরদুয়ার: পর্যাপ্ত জলের অভাবে ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি। কালচিনি ব্লকজুড়ে কৃষকদের মাথায় হাত। কোনও কৃষকই এবারে ৩০ শতাংশের বেশি ভুট্টা ঘরে তুলতে পারেননি। আলিপুরদুয়ার জেলার মধ্যে কালচিনি ব্লকেই ভুট্টার চাষ হয়। এই চাষের জন্য যা যা পরিকাঠামো প্রয়োজন সবটাই রয়েছে কালচিনি ব্লকে। এলাকার কৃষকেরা বছরে দু’বার ভুট্টা ফলান। এই ভুট্টা বাজারে বিক্রি করেন। পাশাপাশি পাঠান হয় বাইরের জেলাগুলিতে।
কিন্তু এবারে তা আর হবে না। জলের অভাবে প্রতিটি জমির ৭০% ভুট্টা জমিতেই নষ্ট হয়ে গিয়েছে। এমন ক্ষতি এর আগে কৃষকেরা দেখেননি। কৃষকদের তরফে জানা যায়,বৃষ্টি না হওয়ার কারণ তো রয়েছে। পাশাপাশি জলসেচ না থাকায় এই সমস্যা হল। বৃষ্টির আশায় কৃষি দফতরে বিষয়টি তারা জানাননি। জলনিকাশী ব্যবস্থা যুক্ত বায়ু চলাচলে সক্ষম এমন হালকা বেলে, দোঁয়াশ মাটিতে ভুট্টা ভাল হয়। মাটিতে যথাযথ জৈব পদার্থ থাকা বাঞ্ছনীয়। কারন ভুট্টা প্রচুর পরিমানে মাটির খাবার টেনে নেয়। সামান্য আম্লিক মাটিতে ভুট্টা চাষ ভাল হয়।
advertisement
advertisement
বর্ষাকালীন চাষে আলাদা করে জলসেচ দেওয়ার প্রয়োজন থাকে না। বিশেষ ক্ষেত্রে জলনিকাশির ব্যবস্থা রাখা প্রয়োজন হয়। কৃষি দফতর সূত্রে জানা যায়, ভুট্টা গাছ জমিতে দাঁড়িয়ে থাকা জল সহ্য করতে পারে না, হয় গাছ পচে যায় নয় ব্যাপক রোগ পোকার আক্রমণে গাছের ফলন ক্ষতিগ্রস্ত হয়। তেমনি আবার জমিতে জলটান থাকলেও ভুট্টা পরিপুষ্ট হয় না ফলে বাজারজাতকরনের সমস্যা থাকে। এলাকার কৃষকদের সঙ্গে কথা বলবেন কৃষি দফতরের কর্তারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 18, 2024 5:23 PM IST









