Chhath puja 2023: ক্ষীর ও রুটি প্রসাদ দিয়ে খরনা পুজোয় ভোগ নিবেদন! থাকে আরও নানা রীতি

Last Updated:

ছট পুজোর দ্বিতীয় দিনের উৎসব খরনা পুজো।আলিপুরদুয়ার জেলার ছটব্রতীরা সন্ধ‍্যায় সম্পন্ন করলেন খরনা পুজো।

খরনা পুজো
খরনা পুজো
আলিপুরদুয়ার: ছট পুজোর দ্বিতীয় দিনের উৎসব খরনা পুজো।আলিপুরদুয়ার জেলার ছটব্রতীরা সন্ধ‍্যায় সম্পন্ন করলেন খরনা পুজো। ছট পুজোয় খরনার বিশেষ তাৎপর্য রয়েছে। পুজোর প্রসাদ গ্রহণের পর শুরু হবে ৩৬ ঘণ্টার উপোস।
ছট পুজোর সময়, মহিলারা তাদের সন্তানদের স্বাস্থ্য সাফল্য এবং দীর্ঘায়ুর জন্য ৩৬ ঘন্টা উপোস করেন। ছটের দ্বিতীয় দিনের মহত্ব অনেক। ছট উৎসবের আসল সূচনা হয় খরনা দিয়েই। খরনার দিনে গুড় ও চালের তৈরি ক্ষীর তৈরি করা হয়। এটি খাওয়ার পরেই ৩৬ ঘন্টার কঠোর উপোস শুরু হয়।
advertisement
advertisement
এই উপোসে সকল ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস ছটব্রতীদের। খরনার দিন ব্রতী মহিলারা সকালে স্নান করে, পরিস্কার কাপড় পরে এবং মেটে সিঁদুর লাগায়। এই দিনে মহিলারা সারা দিন উপোস করেন এবং সন্ধ্যায় উনুন তৈরি করে চাল ও গুড় দিয়ে ক্ষীর তৈরি করে প্রসাদ নিবেদন করা হয়।
advertisement
এই দিনে কলা পাতায় প্রসাদ খাওয়ার প্রথা রয়েছে। সন্ধ্যায় সূর্যদেবকে পুজো করার পর সূর্যদেবকে ক্ষীর, পুরি, মিষ্টি ও কলা নিবেদন করা হয়। উপোসী নারীরা এই প্রসাদ গ্রহণ করেন। এই প্রসাদ খাওয়ার পরই শুরু হয় ব্রতী মহিলাদের ৩৬ ঘণ্টার নির্জলা উপোস।
সুনীতা শা নামের এক ব্রতী জানান, “প্রতিবছর ছটপুজো করছি। খরনা পুজোতে শুদ্ধিকরণ হয়। ৩৬ ঘন্টার উপোস শেষে কিছু খাবার গ্রহণ করতে পারি।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Chhath puja 2023: ক্ষীর ও রুটি প্রসাদ দিয়ে খরনা পুজোয় ভোগ নিবেদন! থাকে আরও নানা রীতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement