Alipurduar News: বক্সা পাহাড়ের প্রতিটি বাড়িতে পৌঁছে ‌যাচ্ছেন বিডিও! কেন জানেন?

Last Updated:

বক্সা পাহাড়ের প্রতিটি গ্রামের বাসিন্দাদের দরজায় গিয়ে সরকারি পরিষেবা দেবে প্রশাসন। এই পাহাড়ের বাসিন্দাদের প্রতিকুলতার বিষয়টি মাথায় রেখে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হবে। কালচিনি ব্লক প্রশাসনের তরফে সুপার বিডিও প্রশান্ত বর্মণ ও বিভিন্ন বিভাগের আধিকারিকরা পৌঁছে যাবেন বক্সাতে।

+
বক্সা

বক্সা পাহাড়ের লেপচাখা গ্রাম

#আলিপুরদুয়ার : বক্সা পাহাড়ের প্রতিটি গ্রামের বাসিন্দাদের দরজায় গিয়ে সরকারি পরিষেবা দেবে প্রশাসন। এই পাহাড়ের বাসিন্দাদের প্রতিকুলতার বিষয়টি মাথায় রেখে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হবে। কালচিনি ব্লক প্রশাসনের তরফে সুপার বিডিও প্রশান্ত বর্মণ ও বিভিন্ন বিভাগের আধিকারিকরা পৌঁছে যাবেন বক্সাতে। ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার সবচেয়ে সুন্দর এবং দুর্গম এলাকা বক্সা পাহাড়। সেই বক্সা পাহাড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১৩টি গ্রাম। এই গ্রামগুলিতে বসবাস করেন লেপচা, ডুকপা জনজাতির মানুষ।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই ১৩টি গ্রামের প্রতিটি বাড়িতে চলে যাবেন কালচিনি বিডিও সঙ্গে নিয়ে সরকারি পরিষেবা। এর আগে ২০২১ সালের আগস্ট মাসে বক্সা দুর্গের ময়দানে বসেছিল দুয়ারে সরকারের শিবির। তখন এই দুর্গম এলাকায় ট্রেক করে পৌঁছে গিয়েছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক কালচিনির বিডিও। আধিকারিকদের সঙ্গে নিয়ে শিবিরে যোগ দিয়েছিলেন। বাকি ১২টি গ্রামের বাসিন্দারা পাকদণ্ডী বেয়ে নেমে এসে এই শিবিরে পরিষেবা নিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পাচারের আগেই ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে উদ্ধার চন্দন কাঠ!
কিন্তু এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বক্সা, লেপচাখা, আদমা, তাসিগাঁও সহ মোট ১৩টি পাহাড়ি গ্রামের প্রতিটি বাড়িতে চলে যাবেন বিডিও প্রশান্ত বর্মণ। সাধারণত যে কোনও প্রয়োজনে বক্সা পাহাড়ের মানুষদের নেমে আসতে হয় রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত অফিস অথবা কালচিনির বিডিও অফিসে, যা তাঁদের জন্য যথেষ্ট সময় সাপেক্ষ কষ্টের। তাই এবার এই পাহাড়ি গ্রামের বাসিন্দারা যাতে সমস্ত সরকারি পরিষেবা তাঁদের গ্রামেই পান সেই জন্যই এই কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নতুনভাবে সেজে উঠছে ফালাকাটার সরকারি বাস স্ট্যান্ড, খুশি ‌যাত্রীরা
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের প্রতিটি মানুষ সুবিধা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সরকারি আধিকারিকদের নিয়ে ওই শিবিরগুলিতে উপস্থিত থাকবেন।এখানে পরিবহণ ব্যবস্থা নেই বললেই চলে। দুর্গম পাহাড়ি পথ। পূর্ব হিমালয়ের পাদদেশে আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে বসতি কয়েকটি গ্রামের। থাকেন লেপচা, ডুকপা জনজাতির মানুষ। এই জনজাতির মানুষদের প্রতিকুল জীবনযাত্রার কথা মাথায় রেখে মুলত এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা যায়।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বক্সা পাহাড়ের প্রতিটি বাড়িতে পৌঁছে ‌যাচ্ছেন বিডিও! কেন জানেন?
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement