Alipurduar News: বৃষ্টি হলেই পাহাড় থেকে নামছে পাথরের চাঁই! হাড়হিম ঘটনায় আতঙ্কের প্রহর জয়গাঁবাসীর

Last Updated:

এ যেন কোনও  ধ্বংসস্তূপ, ভুটান পাহাড় থেকে আসা বালি ও বড় পাথরে বর্তমানে এমনই অবস্থা জয়গাঁ দাঁড়াগাঁও এলাকায়। বৃষ্টিতে ভুটান পাহাড় থেকে জল,বালি ও পাথর এসে পড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। 

+
দাঁড়াগাঁও

দাঁড়াগাঁও এলাকা

আলিপুরদুয়ার: এ যেন কোনও ধ্বংসস্তূপ, ভুটান পাহাড় থেকে আসা বালি ও বড় পাথরে বর্তমানে এমনই অবস্থা জয়গাঁ দাঁড়াগাঁও এলাকায়। ভুটান সীমান্ত ঘেঁষা এই এলাকায় বেশ কয়েকবছর ধরেই বৃষ্টিতে ভুটান পাহাড় থেকে জল,বালি ও পাথর এসে পড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। আর এই কারণে বর্তমানে ভেঙে গিয়েছে এলাকার যাতায়াতের পুরো রাস্তা, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় পাথর।
প্রবল বৃষ্টি হলেই বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করে পাহাড় থেকে নেমে আসা কাদামাটি। এই এলাকায় প্রায় ৫০টি পরিবারের বাস। এই দুর্ভোগ ঠেকাতে শীঘ্র গার্ড ওয়াল দেওয়ার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা।বাসিন্দাদের কথায়, কিছু বছর পূর্বে এই এলাকার পাশে ভুটান ও এদেশের সীমান্তের পাশ দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরির কথা ছিল। সেই কাজ কিছুটা শুরুও হয়। তবে পরে তা আর সম্পূর্ণ হয়নি। এরপরই শুরু হয় দুর্ভোগ।
advertisement
advertisement
বাসিন্দাদের দাবি,সেই পাহাড় কাটার ফলে বৃষ্টিতে এখন পাহাড় থেকে বড় বড় পাথর,বালি,জল এসে এলাকায় ব্যাপক ক্ষতি করছে। বর্তমানে এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা পুরোপুরি ভেঙে যাওয়ায় জরুরি সময়ে এম্বুলেন্স ও দমকল আসার মতো রাস্তা নেই বলে দাবি। যদিও,এ বিষয়ে জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,”এটা অনেক বড় কাজ, ভুটান ও এদেশের যৌথ উদ্যোগেই তা করা সম্ভব। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।” বর্ষা আসতেই ফের আতঙ্কে ঘুম উড়েছে জয়গাঁর এই দাঁড়াগাঁও এলাকার বাসিন্দাদের।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বৃষ্টি হলেই পাহাড় থেকে নামছে পাথরের চাঁই! হাড়হিম ঘটনায় আতঙ্কের প্রহর জয়গাঁবাসীর
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement