Indian Black Ibis Bird: আফ্রিকার পবিত্র পাখি! বিরল ইন্ডিয়ান ব্ল্যাক আইবিস পাখির দেখা মিলল কালচিনিতে! কী করে হল আহত? জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Indian Black Ibis Bird: কালচিনিতে এই পাখি দেখে অবাক সকলেই! এই প্রথমবার দেখা মিলল!
আলিপুরদুয়ার: কালচিনি এলাকা থেকে দুটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ব্ল্যাক আইবিস পাখি উদ্ধার করল বনদফতরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা। জানা যায় কালচিনি চৌপথি এলাকায় দুটি আহত বিরল প্রজাতির ইন্ডিয়ান ব্ল্যাক আইবিস পাখি দেখতে পান এলাকার ব্যবসায়ীরা।
তা দেখতে পেয়ে ব্যবসায়ীরা পাখি দুটিকে ঘিরে রাখে।খবর দেওয়া হয় বনদফতরে। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে পাখি দুটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যায় । বনদফতর সুত্রে খবর চিকিৎসা করার জন্য পাখি দুটিকে রাজভাতখাওয়া নিয়ে যাওয়া হয়েছে।

advertisement
advertisement
আফ্রিকানরা এই পাখিকে পবিত্র বলে মনে করে।পাখি বিশেষজ্ঞদের মতে আইবিস পাখির বিচরণ ক্ষেত্র দক্ষিণ থেকে মধ্য আফ্রিকা। কখনও কখনও কাজাকিস্তান, তুরস্ক, ইরাক ও রাশিয়ায় দেখা মেলে এই পাখির।কালচিনির মত এলাকায় এই প্রথম দেখা গেল পাখিটিকে।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 9:26 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Indian Black Ibis Bird: আফ্রিকার পবিত্র পাখি! বিরল ইন্ডিয়ান ব্ল্যাক আইবিস পাখির দেখা মিলল কালচিনিতে! কী করে হল আহত? জানুন