এই প্রচন্ড গরমে কবে আসবে বৃষ্টি সেই ভয়ানক পূর্বাভাস দিল বাঁকুড়ার জ্যোতিষী গ্রামে স্বনামধন্য জ্যোতিষী দেবব্রত চ্যাটার্জি।প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে সব মানুষের। একটু বৃষ্টি চাইছে জেলার মানুষ। রেকর্ড তাপমাত্রা ছুঁয়ে গেছে গোটা ভারতবর্ষের মধ্যে বাঁকুড়া জেলায়। ( লেখা: নীলাঞ্জন ব্যানার্জী)
উষ্ণতম স্থানগুলির মধ্যে অন্যতম হচ্ছে বাঁকুড়া। ভয়ানক তাপপ্রবাহ এবং সূর্যের দাবদাহ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে রোজগার জীবন। তবে বৃষ্টি কবে আসবে সেই নিয়ে আবহাওয়া দফতর জানায় যে চলতি সপ্তাহের শেষে সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে অব্যাহত থাকবে এই তাপপ্রবাহ। ( লেখা: নীলাঞ্জন ব্যানার্জী)