Alipurduar News: হাসিমারা ভারতীয় সেনার পক্ষ থেকে যুদ্ধ কামানের প্রদর্শনীর আয়োজন
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
হাসিমারায় ভারতীয় সেনার পক্ষ থেকে প্রদর্শনীর আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে।প্রজাতন্ত্র দিবসের পূর্বে এই মহড়া দেখতে ভীড় জমিয়েছিলেন এলাকার মানুষ।
আলিপুরদুয়ার: ভারতীয় সেনার পক্ষ থেকে হাসিমারায় প্রদর্শনীর আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে। প্রজাতন্ত্র দিবসের পূর্বে এই মহড়া দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার তরুণ থেকে শুরু করে প্রবীণরা।
হাসিমারায় অবস্থিত বায়ুসেনার ঘাঁটিতে প্রবেশের অনুমতি নেই আমজনতার।বায়ুসেনার ভেতরে কারা থাকেন? কি কি আছে সেখানে?তা জানার কৌতুহল সবসময় দেখা যায় এলাকার যুব সম্প্রদায়ের মধ্যে।হাসিমারা বায়ুসেনা ঘাঁটির প্রবেশপথেও দাঁড়াতে পারেনা কেউই।রাস্তার অন্যপ্রান্ত থেকে উকিঝুঁকি দিতে দেখা যায় এলাকার যুবদের।বায়ুসেনা,ভারতীয় সেনাদের জীবনশৈলি জানার ইচ্ছে দেখা যায় এই এলাকার যুব সমাজের মধ্যে। সেনা জওয়ানদের শুধু এতদিন তাঁরা দূর থেকে দেখেছেন।এদিন সুভাষিনি ময়দানে যুদ্ধের ট্যাঙ্ক,কামান দেখে দৌড়ে আসে এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: জলদাপাড়া ট্যুরিস্ট লজে এবার পৌষ পার্বণের আয়োজন, পিঠে পুলির সঙ্গে থাকছে পায়েসও
কালচিনি ব্লকের হাসিমারা সুভাষিনি চা বাগান ময়দানে এদিন ভারতীয় সেনাদের তরফে প্রদর্শনী আয়োজিত হয়। প্রজাতন্ত্র দিবসের পূর্বে ভারতীয় সেনা পক্ষ থেকে এই প্রদর্শনী হয়। প্রদর্শনীতে যুদ্ধ ট্যাঙ্ক,কামান সহ বিভিন্ন অস্ত্র দেখানো হয়। কীভাবে যুদ্ধে কামান ব্যবহার করা হয়,তা এলাকাবাসীদের সামনে থেকে দেখান সেনা জওয়ানরা।বিভিন্ন সালের যুদ্ধের ছবি ও তার সম্পর্কে তরুণ ও যুবদের বিস্তারিত বলেন সেনা জওয়ানেরা।
advertisement
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 6:15 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাসিমারা ভারতীয় সেনার পক্ষ থেকে যুদ্ধ কামানের প্রদর্শনীর আয়োজন