Alipurduar News: টানা বৃষ্টিতে জলে ডুবে হ্যামিলটনগঞ্জ
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ
আলিপুরদুয়ার: লাগাতার বৃষ্টিতে জলে ডুবে গিয়েছে হ্যামিল্টনগঞ্জের বিস্তীর্ণ এলাকা। বেহাল নিকাশি ব্যবস্থার জন্য এমন পরিস্থিতি বলে অভিযোগ এলাকাবাসীরা। গোটা ঘটনায় তাঁরা রীতিমতো ক্ষুব্ধ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ত্রিশ বছর আগে শেষবারের মতো বর্ষাকালে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল হ্যামিলটনগঞ্জে। কিন্তু এবার বেহাল নিকাশি ব্যবস্থার কারণে আবার সেই পরিস্থিতি ফিরে এসেছে বলে দাবি স্থানীয়দের। হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকায় জল থৈ থৈ অবস্থা, বহু জায়গায় হাঁটু সমান জল জমে আছে। মুষলধারে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যমিল্টণগঞ্জের বিভিন্ন এলাকা। লাগাতার বৃষ্টিতে হ্যমিল্টণগঞ্জের নেতাজিপল্লি, সুভাষপল্লি, পাঁচমোড় সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বহু বাড়ির মধ্যে জল ঢুকে পড়েছে। আলিপুরদুয়ার গামী প্রধান সড়কও জলের তলায় চলে গিয়েছে।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে নিকাশির কারণে জল জমে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছিল। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এইভাবে চলতে থাকলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 09, 2023 4:38 PM IST








