Birbhum News: পড়ুয়াদের চাকরি দিতে কলেজ চত্বরেই জেলা রোজগার মেলা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUBHADIP PAL
Last Updated:
আইটিআই পড়ুয়াদের কর্মসংস্থানের লক্ষ্যে কলেজ চত্বরে আয়োজিত হল বীরভূম জেলা রোজগার মেলা
বীরভূম: আইটিআই পাশ ও পাঠরত পড়ুয়াদের কর্মসংস্থানের লক্ষ্যে কলেজ চত্ত্বরেই আয়োজিত হল রোজগার মেলা। বীরভূম জেলা রোজগার মেলা শুরু হল কলেজ চত্ত্বরে। ওই মেলার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায় সহ অন্যান্যরা।
রাজ্যের কারিগরি শিক্ষা দফতর পরিচালিত আইটিআই-গুলিতে পড়াশোনা করা পড়ুয়াদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। জেলায় জেলায় আয়োজিত হচ্ছে রোজগার মেলা। এখানে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা হাজির হয়ে আইটিআই পাঠরত বা পাস করা উপযুক্ত পড়ুয়াদের বেছে নিয়ে নিজেদের সংস্থায় চাকরি দিচ্ছে। বীরভূমের এই জেলা রোজগার মেলায় ১০ টি বেসরকারি সংস্থা অংশ নিয়েছিল। তারা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেয়। সূত্রের খবর এর মধ্যে বেশ কয়েকজনকে নির্বাচিত করেছে সংস্থাগুলি। তবে কতজন চাকরি পেয়েছে তার তালিকা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই জেলা রোজগার মেলায় প্রায় দেড় হাজার পড়ুয়া অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিয়েছিল। এছাড়া ৪৯৯ জন বার কোড স্ক্যান করে ইন্টারভিউতে অংশ নেয়। অনেকে আবারও সকালে কলেজে এসে অফলাইন রেজিস্ট্রেশনও করায়। গত বছরও একই ধরনের মেলা হয়েছিল৷ সেখানেও অনেক পড়ুয়া অংশ নিয়েছিলেন। তাঁদের অনেকে চাকরিও পেয়েছেন৷ এবছরও অনেকে ইন্টারভিউতে বসেছিলেন৷ তার মধ্যে বেশ কয়েকজন দুটি রাউন্ডের ইন্টারভিউ পাশ করে গিয়েছেন। খুব শীঘ্রই চূড়ান্ত নিয়োগের তালিকা জানা যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
শুভদীপ পাল
Location :
Kolkata,West Bengal
First Published :
August 09, 2023 4:20 PM IST