Alipurduar News: সরকারি নৌকা থাকলেও পরিষেবা পাচ্ছে না বিষ্ণুপুরের মানুষ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
সরকারি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে খারাপ হয়ে পড়ে থাকায় সমস্যায় পড়েছেন আলিপুরদুয়ারের বিষ্ণুপুরের গ্রামবাসীরা
আলিপুরদুয়ার: সরকারি নৌকা আছে। যদিও তা প্রদর্শনী মাত্র। তার কোনও পরিষেবা পায় না বিষ্ণুপুরের সাধারণ মানুষ। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে বেসরকারি নৌকায় করে সঙ্কোষ পার হতে হচ্ছে।
আলিপুরদুয়ারের অসম সীমান্তবর্তী নদী সঙ্কোষ। এই নদী পার হয়ে বারবিশায় আসতে হয় বিষ্ণুপুর গ্রামের বাসিন্দাদের। এই বারবিশায় আছে সরকারি অফিসগুলো। নদী পারাপারের জন্য জেলাশাসক একটি নৌকা উপহার দিয়েছিলেন গ্রামবাসীদের। তা একবছর আগের কথা। নৌকাটি মটরচালিত ছিল।ফলে বিনা পয়সায় নদী পারাপারে সুবিধা পাচ্ছিলেন গ্রামবাসীরা। কিন্তু মাস তিনেক আগে যান্ত্রিক ত্রুটির জেরে মোটরচালিত নৌকাটি বিকল হয়ে যায়। থলে বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা।
advertisement
advertisement
বর্তমানে বিষ্ণুপুরের বাসিন্দারা বাধ্য হয়ে দুটি বেসরকারি নৌকার ভরসায় নদী পার হচ্ছেন। পারাপারে দশ টাকা করে মোট কুড়ি টাকা খরচ হচ্ছে এই গ্রামের মানুষের। এদিকে বিষ্ণুপুরের বেশিরভাগ বাসিন্দাই হতদরিদ্র। প্রতিদিন কুড়ি টাকা খরচ করে নদী পেরিয়ে বারবিশায় যাওয়া তাঁদের পক্ষে কঠিন বিষয়। ফলে সংসার খরচ সামলাতে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা চান দ্রুত সরকারি নৌকাটি সারিয়ে সেটি আবার চালু করা হোক।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 10:07 PM IST