Alipurduar News: কালচিনিতে অটো দুর্ঘটনায় আহত পাঁচ জন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
উল্টোদিক দিয়ে আসা অটোকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি অটো। ঘটনাটি কালচিনির হ্যামিল্টনগঞ্জের। বৃহস্পতিবার এই পথ দুর্ঘটনায় আহত পাঁচজন। তার মধ্যে দুজন মহিলার অবস্থা আশঙ্কাজনক।
#আলিপুরদুয়ার : উল্টোদিক দিয়ে আসা অটোকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি অটো। ঘটনাটি কালচিনির হ্যামিল্টনগঞ্জের। বৃহস্পতিবার এই পথ দুর্ঘটনায় আহত পাঁচজন। তার মধ্যে দুজন মহিলার অবস্থা আশঙ্কাজনক। এদিন দুপুরে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টণগঞ্জ এলাকায় হাসিমারা থেকে কালচিনি গামী একটি যাত্রী বোঝাই অটো হ্যামিল্টণগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যায়। এই ঘটনায় অটোতে থাকা পাঁচজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। ঘটনাটি দেখতেই স্থানীয়রা আহতদের উদ্ধারের কাজ শুরু করে।
advertisement
এরপর তাদের লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে দুইজন মহিলা সরস্বতী প্রধান কালচিনির বাসিন্দা ও মিতালি দেবনাথ হ্যামিল্টণগঞ্জের বাসিন্দা। এই দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এই দুইজনকে আলিপুরদুয়ার জেলাহাসপাতালে রেফার করা হয়েছে। এক অটোর যাত্রী জানান, হাসিমারা থেকে তাদের অটোটি কালচিনিতে যাচ্ছিল। হ্যামিল্টনগঞ্জ ঢুকতে শহিদ দুর্গা মল্ল চকের সামনে একটি অটোকে আসতে দেখে তাদের অটোচালক। অটোটি কোনওরকম সিগন্যাল না দিয়ে ঘুরে যায়। অটোটিকে বাঁচাতে গিয়ে তাদের অটোটি পালটে যায় রাস্তায়।
advertisement
আরও পড়ুনঃ বিপর্যয় মোকাবিলায় যুবক যুবতীদের প্রশিক্ষণ কালচিনিতে
ঘটনার ভয়াবহতা দেখে আশেপাশের সকলে ছুটে আসেন। আহতদের বের করা হয় দুর্ঘটনাগ্রস্ত অটো থেকে। এরপর অ্যাম্বুলেন্স ডেকে তাদের পাঠানো হয় হাসপাতালে। অন্যদিকে এই এলাকায় ট্রাফিক পুলিশের দাবি করেছে এলাকাবাসী। তাদের কথায় দিন প্রতিদিন এই এলাকায় বাড়ছে দুর্ঘটনা। আজ বড়ধরনের দুর্ঘটনা হল। ট্রাফিক পুলিশ থাকলে অটোগুলির দৌরাত্ম্য কমবে। পাশাপাশি এলাকা দিয়ে আরও অনেক গাড়ি চলাচল করে। সেগুলির ওপর নজর রাখা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসীরা। এই মোড়ে অটো দুর্ঘটনার কবল হল। কোনদিন পথচারীকে দুর্ঘটনার মুখে পড়তে হতেও পারে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
November 04, 2022 12:19 AM IST