Alipurduar News: জলকাদায় ভরে রয়েছে ফালাকাটা সারদানন্দ পল্লী এলাকা! ক্ষোভ বাসিন্দাদের
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বৃষ্টি হলে জলকাদা সঙ্গী ফালাকাটার সারদানন্দ পল্লীতে। বেশি বৃষ্টি হলে জলকাদা ছুঁয়ে যায় মানুষের হাঁটু।
আলিপুরদুয়ার: বৃষ্টি হলে জলকাদা সঙ্গী ফালাকাটার সারদানন্দ পল্লীতে।রাস্তার পরিস্থিতি এমনিতেই খারাপ যে বেশি বৃষ্টি হলে জলকাদা ছুঁয়ে যায় মানুষের হাঁটু। এই জল কাদা পেরিয়ে চলাচল করতে হয় ফালাকাটা পুরসভার ১৪ নং ওয়ার্ডের সারদানন্দ পল্লীর বাসিন্দাদের। এবার রাস্তার দাবিতে সরব হল এলাকার মহিলা ও ছাত্রছাত্রীরা।
গ্রাম পঞ্চায়েতের আমল থেকেই এই রাস্তাটির বেহাল দশা। গ্রাম পঞ্চায়েত থাকাকালীন বেড মেটেরিয়াল ফেলা হয়েছিল কিন্তু পুরসভা হবার পর সেটুকুও কপালে জোটেনি। কারণ পুরসভায় বেড মেটেরিয়াল ফেলার কোনও অপশনই নেই বলে জানান এলাকার কাউন্সিলর।
আরও পড়ুন ঃ বৃহন্নলা সেজে ট্রেনে উঠে কুকীর্তি, টাকা আদায়, ভোগান্তি এড়াতে বড় ঘোষণা উত্তর-পূর্ব রেলের
advertisement
advertisement
পুরসভা হবার পর এলাকাবাসীরা আশা করেছিল যে এবার হয়ত চলাচলের রাস্তাটি নির্মাণ হবে। কিন্তু দেড় বছর হয়ে যাবার পরেও পুর কর্তৃপক্ষের ব্যর্থতায় হতাশ এলাকাবাসী। সেই ক্ষোভ ধরা পড়েছে তাদের গলায়। ছাত্র রজত লাহা বলে, প্রচন্ড জল ও কাদা হয়ে যাওয়ায় স্কুল যেতে অসুবিধা হয়। এতটাই পিচ্ছিল রাস্তা দিয়ে স্কুল যেতে মাঝে মাঝে দু একদিন রাস্তার উপর পড়ে গিয়ে আর স্কুল যাওয়া হয়নি। আমরা দাবি রাখছি এই রাস্তাটি দ্রুত তৈরি করার।
advertisement
ফালাকাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী মিশ্র চক্রবর্তী বলেন, রাস্তাটি পুরসভার ইঞ্জিনিয়ার নিয়ে মাপকরে আসা হয়েছে। কিন্তু টেন্ডার না হওয়ার জন্যই কাজ করান যাচ্ছে না।
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 27, 2023 9:18 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জলকাদায় ভরে রয়েছে ফালাকাটা সারদানন্দ পল্লী এলাকা! ক্ষোভ বাসিন্দাদের







