Alipurduar News: প্রতিমা নিরঞ্জনের ঘাটে হঠাৎ হাজির গজরাজ! মাথায় উঠল বিসর্জন
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
Last Updated:
প্রতিমা নিরঞ্জনের সময় এ কী ঘটল কালচিনির বাসরা ঘাটে! প্রতিমা ছেড়ে পালালেন ক্লাব কর্তারা। গজরাজের আগমনে স্তম্ভিত সকলেই।
আলিপুরদুয়ার: প্রতিমা নিরঞ্জনের সময় এ কি ঘটল কালচিনির বাসরা ঘাটে!প্রতিমা ছেড়ে পালালেন ক্লাব কর্তারা। গজরাজের আগমনে স্তম্ভিত সকলেই। দশমীর পরের দিনেও প্রতিমা বিসর্জন চলছিল বাসরা ঘাটে।কালচিনি ও হ্যামিল্টনগঞ্জের বেশ কিছু পুজোর বিসর্জনের শোভাযাত্রা এসে দাঁড়িয়েছিল বাসরা ঘাটে। রাত ১১ টা বাজলেও মানুষের ভিড় উপচে পড়তে দেখা যায় বিসর্জন ঘাটে। ঢাক,ঢোল বাজছিল চারদিকে।বিসর্জনের আনন্দ লক্ষ্য করা যাচ্ছিল সকলের মধ্যে। কিন্তু এত কিছুর মধ্যেও একটি ঘটনায় আঁতকে ওঠেন সকলে।
বাসরা নদীর পাড়ে দেখা মেলে বুনো দাঁতালের।এরপরেই সব ছেড়ে পালানর পথ খুঁজতে থাকেন সকলে।দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতির। ঘটনাটি হ্যামিল্টনগঞ্জ বাসরা ঘাটের। তবে বনদফতরের তৎপরতায় হাতিটিকে ফেরান হয় জঙ্গলে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন বাসরা ঘাটে হ্যামিল্টনগঞ্জ সহ কালচিনি ব্লকের অধিকাংশ এলাকারই প্রতিমা নিরঞ্জন হয়। রাতে প্রতিমা নিরঞ্জনের সময় হঠাৎ একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে নদীর ঘাটে চলে আসে। বন্যপ্রাণী ও মানুষের সংঘাত এড়াতে, আগে থেকেই বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন বনকর্মীরা। তাদের তৎপরতায় পুনরায় জঙ্গলে ফেরান হয় হাতিটিকে এবং স্বাভাবিক ভাবেই চলতে থাকে প্রতিমা নিরঞ্জন।
advertisement
advertisement
পুজোর ষষ্ঠীর দিন থেকে বাসরা ঘাটে বুনো হাতির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রেঞ্জার অঙ্কন নন্দী জানান,”বর্ষা ও শীতকালে এই ছবি বেশি দেখা যায়। জঙ্গল থেকে বেড়িয়ে আসে হাতি।পুজোর সময় থেকে বাসরা নদী ও তার আশপাশের এলাকায় প্রবেশ করছিল হাতি।তাই আমাদের দল আগের থেকেই সজাগ ছিল।বিসর্জনের সময় এই ঘটনা ঘটতে পারে ভেবেছিলাম। হাতিটি বেরনর পরই তাকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়।” ছটপুজোর জন্য সাজিয়ে তোলা হবে এই ঘাট।বুনো হাতির আনাগোনা লেগে থাকবেই বলে মনে করছে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মী থেকে শুরু করে আধিকারিকরা। এবারে ছটপুজোতেও বাসরা ঘাটে টহল দেবেন বনকর্মীরা।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2023 5:15 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রতিমা নিরঞ্জনের ঘাটে হঠাৎ হাজির গজরাজ! মাথায় উঠল বিসর্জন