Alipurduar News: সামনে হাজির মৃত্যুদূত! পালাতে গিয়েও হল না শেষরক্ষা, হাতির আক্রমণে জখম দুই
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে দুই ব্যক্তির ওপর এক বুনো হাতি শুঁড় আর পা দিয়ে জখম করে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
আলিপুরদুয়ার: সামনে দাঁড়িয়ে মৃত্যুদূত। বাইক ফেলে পালানোর চেষ্টা বিফল হল দুই ব্যক্তির। বুনো হাতির হানায় জখম দুই। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে। এলাকার বাসিন্দা রাজেন ওরাঁও এবং এলবিস ওরাঁও রাতের বেলায় আটিয়াবাড়ি চা বাগানের বাঙ্গাবাড়ি ডিভিশনে গিয়েছিল বাইকে চেপে। রাতে বাঙ্গাবাড়ি থেকে ঘরে ফেরার সময় তারা দেখতে পায় পথের মধ্যে বিশালাকার বুনো হাতি। এই হাতি দেখে তারা বাইক দাড় করিয়ে দেয়। পালানোর চেষ্টা শুরু হয়।
জানা যায়, সেসময় হাতি এলবিস ওরাঁওকে শুঁড় দিয়ে অন্যদিকে ছিটকে ফেলে দেয়। এরপর পা দিয়ে হাতি রাজেন ওরাঁও উপর আক্রমণ চালায়। এই ঘটনায় এলবিস ওরাঁও দুজনেই জখম হয়েছেন। কিন্তু রাজেন ওরাঁও-এর অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ এগিয়ে আসছে তোর্ষা! ভয়ে বাড়ির জানলা দরজা খুলে নিয়ে পালাচ্ছে মানুষজন
এলাকার বাসিন্দারা দুজনকে উদ্ধার করে আটিয়াবাড়ি চা বাগান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দুজনকে লতাবাড়ি হাসপাতালে পাঠানো হয় ।
advertisement
advertisement
পরবর্তীতে দুজনকেই লতাবাড়ি হাসপাতাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রাজেন ওরাঁও অবস্থা আশঙ্কাজনক। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 19, 2023 3:40 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সামনে হাজির মৃত্যুদূত! পালাতে গিয়েও হল না শেষরক্ষা, হাতির আক্রমণে জখম দুই










