Cucumber in Skin Care: পার্লারে গিয়েও মুখ ক্ষত বিক্ষত? নামমাত্র খরচে পুজোয় নিটোল মুখ পেতে আপনার ভরসা শশা
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cucumber in Skin Care: পার্লারে গিয়ে ত্বকের যত্ন নিচ্ছেন কিন্তু দুদিন পর আবার মুখে দেখা যাচ্ছে পোরস?
অনন্যা দে, আলিপুরদুয়ার: পুজোর আগে মুখের পোরস ঢাকতে চাইছেন? পার্লারে গিয়ে ত্বকের যত্ন নিচ্ছেন কিন্তু দুদিন পর আবার মুখে দেখা যাচ্ছে পোরস? কী ব্যবহার করলে মিলবে উপকার? সেই উপায় বলছেন আলিপুরদুয়ারের বিউটিশিয়ান মিতালি পণ্ডিত।
তিনি জানান, “শশা খাওয়া শরীরের পক্ষে ভাল।খাবারের পর খেলে তাড়াতাড়ি খাওয়া হজম করে।এটি মুখের জন্য ভাল।চোখের তলায় কালো ছাপ দুর করে তা সকলেই জানেন। কিন্তু পোরস ঢাকতে এটি সহায়তা করে শশা তা অনেকেই জানেন না।”
মুখে ব্রণ হওয়ার পর পোরস দেখা যায়।যা মুখের চামড়ায় গর্তের সৃষ্টি করে।সৌন্দর্য কেড়ে নেয় এই ওপেন পোরস।শশার টোনার তৈরি করে তা সংরক্ষণ করলে চলে অনেক দিন।দু’ভাবে তৈরি করা যায় শশার টোনার।
advertisement
advertisement
কীভাবে শশার টোনার তৈরি করবেন দেখে নেওয়া যাক।শশার টোনার তৈরি করতে একটি শশা নিতে হবে। আপনি চাইলে বেশি শশা নিতে পারেন।এর পর তার খোসা ছাড়িয়ে ফেলতে হবে। শশার খোসা ছাড়ার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই শশা মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে হবে। এরপর একটি ছাকনি দিয়ে ছেঁকে রস বের করে নিতে হবে।তার পর ওই রস দিনে টোনারের মত মুখে লাগাতে হবে প্রতিদিন।
advertisement
আরও একটি উপায় রয়েছে শশার টোনার তৈরি করার। শশার খোসা ছাড়িয়ে একটি প্যানে কিছুটা জল ঢালতে হবে। যাতে শশার টুকরোগুলো জলে ডুবে যায়। এরপর অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করতে হবে। এরপর নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। তারপর সেটি আবারও ছাকনি দিয়ে ছেঁকে জলটা সংরক্ষণ করতে হবে। এটি ব্যবহারের ফলে আপনার ত্বক উজ্জ্বল হবে।পুজোর সময় দেখা মিলবে না পোরস-এর।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 12:39 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Cucumber in Skin Care: পার্লারে গিয়েও মুখ ক্ষত বিক্ষত? নামমাত্র খরচে পুজোয় নিটোল মুখ পেতে আপনার ভরসা শশা