advertisement

Alipurduar News: বন্ধ চিকিৎসা কেন্দ্র! চরম সমস্যায় বক্সা পাহাড়ের গ্রামের মানুষেরা

Last Updated:

দীর্ঘ কয়েকমাস ধরে বন্ধ হয়ে  রয়েছে  বক্সা পাহাড়ের কমিউনিটি হেলথ ইউনিট। ফলে চরম সমস্যায় পাহাড়ি গ্রামের বাসিন্দারা।

+
হেল্থ

হেল্থ ইউনিটটি

আলিপুরদুয়ার: দীর্ঘ কয়েকমাস ধরে বন্ধ হয়ে  রয়েছে  বক্সা পাহাড়ের কমিউনিটি হেলথ ইউনিট। ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন পাহাড়ি গ্রামের বাসিন্দারা। একে বক্সার গ্রামগুলিতে গাড়ি চলাচলের রাস্তা নেই, ফলে কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে সমতলে নামিয়ে ছুটতে হচ্ছে ৩০ কিলোমিটার দূর আলিপুরদুয়ার হাসপাতাল, নয়তো ৩৪ কিলোমিটার দূর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে।
গত ২০২১ সালে সমতল থেকে প্রায়  তিন হাজার ফুট উচ্চতায় বক্সাদুয়ারে প্রথম স্বাস্থ্য পরিষেবা চালু হয়। স্বাস্থ্য দফতরের সহায়তায় তিন শয্যা বিশিষ্ট এই কমিউনিটি হেলথ ইউনিট পরিচালনের দায়িত্বে ছিলেন ফ্যামিলি প্লানিং এসোসিয়েশন নামে এক সংগঠন। সেখানে বক্সা পাহাড়ের ১৩ টি গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি, সপ্তাহে একদিন শনিবার করে বহিঃবিভাগে রোগীদের দেখতেও আসতেন এক চিকিৎসক। তবে বাসিন্দারা জানান, গত প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা। বর্তমানে আগাছায় ভরে গিয়েছে সেই কমিউনিটি হেলথ ইউনিট চত্বর।
advertisement
advertisement
গত ২০২৩ থেকে স্বাস্থ্য দফতর তরফে বক্সা পাহাড়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়া ফ্যামিলি প্লানিং এসোসিয়েশনকে কোনও টাকাই দেওয়া হয়নি। একপ্রকার বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে হেলথ ইউনিট। এবিষয়ে বক্সা পাহাড়ের সদর বাজারের বাসিন্দা ইন্দ্র শংকর থাপা বলেন,”আমরাও চাইছি যাতে হেলথ ইউনিটটি পুনরায় চালু হয়। তবে স্বাভাবিক ভাবেই এতদিনের বকেয়া বেতন ছাড়া কেউ কাজ করতে চাইবে না।”এই বিষয়ে ব্লক স্ব্যাস্থ আধিকারিক শ্রীকান্ত মণ্ডল জানান,”স্বাস্থ্য ইউনিট বন্ধ আছে। ঊর্ধ্বতন  কতৃপক্ষকে জানানো হয়েছে। খুব শীঘ্র সমস্যা সমাধান হয়ে যাবে আশা করছি।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বন্ধ চিকিৎসা কেন্দ্র! চরম সমস্যায় বক্সা পাহাড়ের গ্রামের মানুষেরা
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement