হোম /খবর /আলিপুরদুয়ার /
চোখের আলোয় মধু চা বাগানের শ্রমিকদের ছানি কাটা হবে, দিতে হবে না একটাও পয়সা

Alipurduar News: মধু চা বাগানে এবার চোখের আলো, বিনা পয়সায় ছানি কাটতে পারবেন চা শ্রমিকরা

দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর গত বছর খুলে যায় কালচিনির মধু চা বাগান। তারপর থেকেই এখানকার শ্রমিকদের উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এবার এই চা বাগানে চালু হল চোখের আলো প্রকল্প।

  • Share this:

আলিপুরদুয়ার: অসহায়ের চোখের দৃষ্টি বজায় রাখতে রাজ্য স্বাস্থ্য দফতরের 'চোখের আলো' প্রকল্প এবার আলিপুরদুয়ারের মধু চা বাগানে। সেখানকার দরিদ্র চা শ্রমিকদের চোখের যাবতীয় চিকিৎসা এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে হবে। এমনকি ছানি কাটা সহ কোন‌ও জটিল অস্ত্রোপচারের দরকার হলেও তা বিনামূল্যের সম্ভব হবে। এই চোখের আলো প্রকল্প শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মধু চা বাগানের শ্রমিকরা।

২০২২ সালের এপ্রিল মাসে খুলে যায় মধু চা বাগান।দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর খোলে এই চা বাগান। এরপর‌ই এখানকার শ্রমিক ও তাদের পরিবারকে বিভিন্ন সুবিধা দিতে এগিয়ে আসে রাজ‍্য সরকার। মধু চা বাগানের সুস্বাস্থ্য কেন্দ্রে বসেছে এক্স-রে মেশিন।এবারে এই বাগানটিকে নেওয়া হল চোখের আলো প্রকল্প। বিষয়টি জানিয়েছেন কালচিনির বিএমওএইচ ডাঃ সুভাষ কুমার কর্মকার।

রাজ্যের বাসিন্দাদের বিনামুল্যে চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্যে পচিমবঙ্গ সরকার ২০২১ সালের ৫ জানুয়ারি 'চোখের আলো' প্রকল্পটির কথা ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে চোখের চিকিৎসার পাশাপাশি চোখের ছানির অপরেশন করা হয়। এছাড়াও রাজ্যের দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।

আরও পড়ুন: ফার্মার্স ক্লাবে বিক্রি হবে সার-কীটনাশক, চাষিকে আর খোলাবাজার থেকে চাষের জিনিস কিনতে হবে না

এই প্রকল্পের মাধ্যমে ২০ লক্ষ মানুষের বিনামূল্যে চোখের ছানির অপারেশন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়াও ৮ লক্ষ ২৪ হাজার দরিদ্র মানুষকে চোখের আলো প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চশমা দেওয়া হবে। স্কুলের ছাত্রছাত্রীদের চোখের পরীক্ষা করে প্রয়োজনে চশমা বিতরণ করাও হয়। এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

ডাঃ সুভাষ কুমার কর্মকার জানান, "মধু চা বাগানে শুরু হল চোখের আলো-র পরিষেবা। পরবর্তীতে ব্লকের প্রতিটি চা বাগানে এই সরকারি প্রকল্প শুরু হবে। চোখের আলোর মাধ্যমে সুচিকিৎসা লাভ করবেন ব্লকের মানুষ।"

অনন্যা দে

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Alipurduar news