Alipurduar News: কাজ শুরুর আগে পোড়ানো হচ্ছে 'বাজি', কারণটা কী? শুনলে অবাক হবেন

Last Updated:

Alipurduar News: চা বাগানে ফিরে এসেছে পুরনো নিয়ম।কাজ শুরু করার আগেই পোড়ান হচ্ছে বাজি।কেন এমনটা?জানলে অবাক হবেন।

+
বাজি

বাজি পোড়ান

আলিপুরদুয়ার: চা বাগানে ফিরে এসেছে পুরনো নিয়ম। কাজ শুরু করার আগেই পোড়ানো হচ্ছে বাজি। কেন এমনটা? জানলে অবাক হবেন। জানা যায় পুরনো দিনে এই দৃশ‍্য দেখা যেত।এই রাস্তায় চললে অনেক উপকার মেলে স্বীকার করে নিয়েছেন শ্রমিকরাও।বাজি পুড়িয়ে বন‍্যজন্তু তাড়িয়ে তারপর কাজ শুরু করছে। এই দৃশ্য লক্ষ‍্য করা গেল আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে।গত দু’মাসে আটবার আটিয়াবাড়ি বাগানে দেখা গিয়েছে লেপার্ডের হানা।সম্প্রতি বাগানে কর্মরত এক শ্রমিকের মুখে থাবা বসায় লেপার্ড।তার আঘাত এখনও শুকোয়নি।
ডুয়ার্সের চা বলয়ে লেপার্ডের হানার ঘটনা সামনে এসেছে। এই চা বলয় থেকে কয়েকটি লেপার্ডকে খাঁচাবন্দী করেছে বন দফতর। শুধুমাত্র আটিয়াবাড়ি চা বাগানে ৫ জন শ্রমিক লেপার্ডের হানায় জখম হয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী ডিমা, রাজাভাত চা বাগানে একাধিক শ্রমিক লেপার্ডের হানায় জখম হয়েছে।
advertisement
advertisement
লাগাতার লেপার্ডের হানায় আতঙ্কিত চা শ্রমিকরা বাগানে কাজ করতে ভয় পাচ্ছেন।সেজন‍্য বাগানে কাজ শুরু হওয়ার আগে বাজি পোড়ান শ্রমিকরা।পুরনো দিনে বাগানে যখন শ্রমিকরা কাজ করতেন তখন ঢাক,ঢোল পিটিয়ে বন‍্যজন্তুদের তাড়ানো হত। তারপর শ্রমিকরা বাগানে কাজ করা শুরু করতেন। বাগানের শ্রমিক পেমা পাইক জানান, ‘প্রায় প্রতিনিয়ত আমরা চা বাগানে লেপার্ড দেখি । কখনও চা বাগানের নালায় কখনও ঝোপে লেপার্ডের দেখা মেলে। আমরা ভয়ে ভয়ে বাগানে কাজ করি। যে কোনও সময় লেপার্ড এসে আক্রমণ চালাতে পারে।’
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কাজ শুরুর আগে পোড়ানো হচ্ছে 'বাজি', কারণটা কী? শুনলে অবাক হবেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement