Alipurduar News: জঙ্গলে আছে বন্যজন্তুর ভয়, তাও কেন যান এই এলাকার মহিলারা? জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
Last Updated:
জঙ্গলে হাতি,বাইসন,লেপার্ড-সহ বিভিন্ন বন্যজন্তু রয়েছে। তা সত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে অনেকে প্রতিনিয়ত জঙ্গলে যাচ্ছে জ্বালানি কাঠ সংগ্ৰহ করতে।
আলিপুরদুয়ার: রান্নার গ্যাসের দাম দিন প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় জঙ্গলের উপর ক্রমশ চাপ বাড়ছে। কালচিনি ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন বনবস্তি ও গ্ৰামের বাসিন্দারা প্রতিনিয়ত জঙ্গল যাচ্ছেন জ্বালানি কাঠ সংগ্ৰহ করতে।
জঙ্গলে হাতি,বাইসন,লেপার্ড-সহ বিভিন্ন বন্যজন্তু রয়েছে। তা সত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে অনেকে প্রতিনিয়ত জঙ্গলে যাচ্ছে জ্বালানি কাঠ সংগ্ৰহ করতে।সংসারের মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার সংগ্রাম প্রতিনিয়ত দেখছেন সকলে।
advertisement
যদিও এই বিষয়ে বাসিন্দারা জানান,গ্যাসের দাম দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় ১২০০ টাকা দাম সিলিণ্ডারের।এত দাম দিয়ে আমাদের পক্ষে সিলিণ্ডার রিফিল করা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই আমাদের জঙ্গলে যেতে হচ্ছে। বুনো জন্তুর ভয় থাকলেও কাঠ সংগ্রহ করতে হচ্ছে।
advertisement
বাসিন্দাদের আরও অভিযোগ রাজ্য সরকার ছাড় দিচ্ছে না এজন্য দাম কমছে না রান্নার গ্যাসের । যার চাপ এসে পড়েছে সাধারণ মানুষের ওপর৷ রান্না ছেড়ে দেওয়া সম্ভব নয়।তাই কাঠ সংগ্রহ করছেন এই মহিলারা।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনে নামবে বলে জানিয়েছে শাসক দলের নেতারা।কিন্তু তারপরে গ্যাসের দাম কমবে কি না? তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে জঙ্গল সংলগ্ন এলাকার মহিলারা।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 12:57 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জঙ্গলে আছে বন্যজন্তুর ভয়, তাও কেন যান এই এলাকার মহিলারা? জানলে অবাক হবেন