Alipurduar News: টানটান উত্তেজনা চিলাপাতায় প্রসন্ন রায়ের রিসর্টে! কী হয়, কী হয়! চরম অনিশ্চয়তায় বাংলো কর্মীরা

Last Updated:

Alipurduar News: এবার আলিপুরদুয়ার জেলার চিলাপাতা পর্যটন কেন্দ্রে মিললো পার্থ চ্যাটার্জির ভাগ্নি জামাই প্রসন্ন  কুমার রায়ের সম্পত্তির হদিস।

+
অনিশ্চয়তায়

অনিশ্চয়তায় বাংলোর কর্মীরা 

#আলিপুরদুয়ার: এবার আলিপুরদুয়ার জেলার চিলাপাতা পর্যটন কেন্দ্রে মিলল পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্ন কুমার রায়ের সম্পত্তির হদিস। চিলাপাতায় পাওয়া গেল একটি বিলাসবহুল রিসোর্টের সন্ধান। যার মালিক প্রসন্ন কুমার রায়ের কোম্পানি SSD। যদিও এই কোম্পানির পুরো নাম জানা সম্ভব হয়নি। প্রসন্ন কুমার রায়কে এই রিসোর্টে আসতেও দেখেননি কর্মীরা। রিসর্টের ম্যানেজার প্রণব সেন কাজ করছেন তিন বছর হল। কিন্তু তিনবছরে একবারও তিনি মালিককে দেখেননি। এমনটাই জানিয়েছেন তিনি।শুধু শুনেছেন মালিকের কথা। যদিও মালিকের গ্রেফতারি প্রসঙ্গে ম্যানেজার প্রথমে মুখ খুলতে চাননি।তবে রিসর্টটি যেকোনও দিন বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা কর্মীদের। মন্দার বাজারে নতুন করে চাকরি জোটানো মুশকিল হতে পারে বলে জানিয়েছেন কর্মীরা।
গত শুক্রবার সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায় নামে ওই ব্যক্তিও এসএসসি চাকরির বেনিয়ম চক্রের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন বলে দাবি সিবিআই-সূত্রে। রং মিস্ত্রির কাজ করে জীবন শুরু করে এখন চোখ কপালে তোলার মতো সম্পত্তির মালিক পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্ন রায়-এর। সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি -জামাই হওয়ার সুবাদেই পাহাড় প্রমাণ এই সম্পত্তি গড়েছেন প্রসন্ন রায়।
advertisement
advertisement
এ'রাজ্যের বাইরেও উত্তরাখণ্ড, পুরী, হিমাচল প্রদেশে প্রসন্ন কুমার রায়ের হোটেল, রিসর্ট রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের। রাজ্যের বেশ কয়েকটি টুরিস্ট স্পটে প্রসন্নকুমার রায়ের হোটেল, রিসর্ট, গেস্ট হাউস রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির ওই রিসর্ট তিন বছর পূর্বে বিক্রি হয়েছে।পূর্বে অন‍্য মালিকানা ছিল। বর্তমান মালিককে তারা কোনও দিন দেখেনি। তারাও শুনেছেন রিসর্ট মালিক গ্ৰেফতার হয়েছে। এদিকে চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির আহ্বায়ক অভীক গুপ্ত জানান, প্রসন্ন কুমার রায় চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সদস্য। চিলাপাতাতে অনেক অনুষ্ঠান হয় । ওই রিসর্ট মালিক কোনওদিন আসেনা। তাদের রিসর্ট ম‍্যানেজার আসেন। তারা শুনেছেন রিসর্ট মালিকের গ্ৰেফতারির বিষয়ে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: টানটান উত্তেজনা চিলাপাতায় প্রসন্ন রায়ের রিসর্টে! কী হয়, কী হয়! চরম অনিশ্চয়তায় বাংলো কর্মীরা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement