Alipurduar News: হাতির হানায় আতঙ্কিত বারবিশার বাসিন্দারা! রোজ ধান খেতে চলে আসছে হাতির দল

Last Updated:

Alipurduar News: হাতির হানায় ফসল নষ্ট, ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েও মিলছে না সুরাহা। বারবিশার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিলেন বন দফতরের বিরুদ্ধে।

+
বারবিশায়

বারবিশায় বাড়ছে হাতির হানা

#আলিপুরদুয়ার: হাতির হানায় ফসল নষ্ট, ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েও মিলছে না সুরাহা।বারবিশার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিলেন বন দফতরের বিরুদ্ধে। জানা যায়,প্রায় প্রতিদিনই সন্ধে নামলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের বারবিশা বিটের জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতির দল। হাতি বেরিয়ে আশেপাশের গ্রামে চালায় হামলা।
এই মুহূর্তে সোনার ফসল আমন ধান রয়েছে প্রায় প্রত্যেকের জমিতে।আর কিছুদিন পরে তা গোলায় উঠবে।যা দিয়ে সারা বছরের খাবারের জোগান থাকবে প্রতিটি ঘরে । কিন্তু হাতির হানায় গ্রামবাসীদের অবস্থা বর্তমানে খুব সঙ্গীন। জমির ফসল প্রতিদিন খেয়ে ও নষ্ট করে যাচ্ছে হাতির দল। তাই ক্ষতিপূরণ ও হাতির হামলা ঠেকাতে বারবিশা বিট অফিসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।কিন্তু তাতেও কোনও লাভ হয়না।
advertisement
ঘটনার বিবরণ জানিয়ে বিট অফিসারের হাতে স্মারকলিপি তুলে দিয়েছিলেন গ্রামবাসীরা। বিট অফিসার বিজয় সার্কি বলেন, হাতির হামলা বেড়ে গেছে ,আমরা বিষয়টি দেখছি। ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ,আমরা সময়মত পাঠিয়ে দেই ওপরে।এলাকাবাসীদের অভিযোগ এইভাবে দিনের পর দিন আতঙ্ক নিয়ে থাকতে পারছেন না তারা।হাতি এসে কখন বাড়িঘর ভেঙে দেয় সেই ভয় মনে চেপে বসেছে তাদের।বিট অফিসের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে তাদের কাছে।তারা আর পনেরো দিন দেখবেন।হাতির হানা বন্ধ না হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাতির হানায় আতঙ্কিত বারবিশার বাসিন্দারা! রোজ ধান খেতে চলে আসছে হাতির দল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement