Alipurduar News: বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় আর কোনও মানুষের বাস নয়! সরানো হবে দু'টি বস্তির বাসিন্দাদের!

Last Updated:

Alipurduar News: বক্সা ব্যাঘ্র প্রকল্পে কোর এরিয়ায় মানুষকে আর থাকতে দেওয়া যাবে না। বাসিন্দাদের দেওয়া হবে পুর্নবাসন! জানুন

+
বনকর্মী

বনকর্মী ও বনবস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন বীর বাহা হাঁসদা

#আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভিন রাজ্য থেকে বাঘ আনার পরিকল্পনার অঙ্গ হিসেবে, বাঘবনের কোর এলাকা থেকে ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দাদের অনত্র পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্তকে চুড়ান্ত করলো রাজ্য বনদফতর। এই মর্মে ইতিমধ্যেই বিঞ্জপ্তি জারি করা হয়েছে।কারণ ইতিপূর্বে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি সাফ জানিয়েছিল যে, বক্সায় বাঘেদের আদর্শ আবাসস্থল গড়তে হ'লে কোর এলাকায় মানুষের বসতি থাকা সম্ভব নয়। ওই নির্দেশ কার্যকরী করতেই দুটি বনবস্তির বাসিন্দাদের পুনর্বাসন প্যাকেজের আওতায় আনা হয়েছে।কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক এবং রাজ্য বনদফতরের দেওয়া প্যাকেজ নিতে রাজি হয়েছেন বনবস্তির বাসিন্দারাও।ওই পরিকল্পনা খতিয়ে দেখতে দুটি বনবস্তি পরিদর্শন করেন বনদফতরের রাষ্ট্র মন্ত্রী বীরবাহা হাঁসদা।তিনি এই নিয়ে দুই বনবস্তির বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন।বনকর্মীদের সামনে রেখেই হয় আলোচনা।যদিও দুই বনবস্তির বাসিন্দারা আগেই জানিয়েছিলেন তাদের পুর্নবাসনের অর্থ মিললেই তারা এলাকা ছেড়ে দেবেন।তাদের এই সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছে রাজ্য।
তিনি বলেন, বনবস্তির বাসিন্দারা ভবিষ্যতে যাতে সুখে সাচ্ছন্দ্যে থাকতে পারেন সেই দিকে বিশেষ নজর রাখবে রাজ্য সরকার। পূর্বে বক্সায় বাঘের সন্ধান করতে গিয়ে মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কোর এরিয়ার কাছের বন বস্তি। রাজ্য বন দফতর সূত্রের খবর অনুযায়ী, প্রায় ১৫টি বন বস্তি আছে৷ যার মধ্যে দুটি বন বস্তির বাসিন্দাদের সরানো হচ্ছে। কারণ সেখানকার মানুষজন ও গৃহপালিত পশু। তাই বনবস্তির বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জোরকদমে সচেতনতা প্রচার শুরু করা হয়েছে। রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন, "গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তির বাসিন্দাদের সরানো একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে৷ বাসিন্দাদের সরানো হবে।
advertisement
এর মধ্যে গাঙ্গুটিয়া গ্রামে ২০১টি পরিবার আছে। এই অবস্থায় বন দফতরের কর্মীদের মনে করিয়ে দেওয়া হয়েছে, গাফিলতির কোনও জায়গা নেই। অরণ্য ভবনের তরফে মনে করিয়ে দেওয়া হয়েছে, টহলদারি চালাতে গিয়ে যে কোনও বন্যপ্রাণীর পায়ের ছাপ মিললেই খবর ততড়িঘড়ি পৌঁছে দিতে হবে বক্সার ফিল্ড ডিরেক্টরের কাছে। সংগ্রহ করতে হবে পাগমার্কের নমুনা। এর জন্য প্রতিটি দলের সঙ্গে রাখা থাকছে প্লাস্টার অফ প্যারিস ও জল। প্রতিদিন ভোরে এবং বিকেল থেকে সন্ধের আগে পর্যন্ত যাতে বনকর্মী ছাড়া কেউ জঙ্গলে ঢুকতে না পারেন, সেই দিকে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বন দফতরের নিজস্ব গোয়েন্দা বিভাগকে সক্রিয় করার নির্দেশিকা জারি করেছেন বন মন্ত্রী।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় আর কোনও মানুষের বাস নয়! সরানো হবে দু'টি বস্তির বাসিন্দাদের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement