Alipurduar News: লেপার্ডের ত্রাসে দুর্বিষহ চা বাগানের জীবনযাপন! এ বার আক্রান্ত মহিলা চা শ্রমিক
- Published by:Salmali Das
Last Updated:
Alipurduar News: ফের লেপার্ডের হানায় জখম হল এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে ১৫ নং সেকশনে ।
আলিপুরদুয়ার: স্বস্তি নেই চা বাগানে।কোথায় লুকিয়ে রয়েছে ত্রাস,বুঝে পান না শ্রমিকরা।কার্যত লেপার্ডের হামলার শিকার হন তাঁরা। ফের লেপার্ডের হানায় জখম হল এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে ১৫ নং সেকশনে ।
রবিবার বিকেলে বাগানের শ্রমিক মারগারেট ওরাঁও বাগানের ১৫ নং সেকশনে কাজ করছিল। সেই সময় একটি লেপার্ড চোখের পলকে মারগারেটের উপর হামলা চালায়। পেছন থেকে নয়।বরং সামনে থেকে চলে হামলা।মারগারেটের চিৎকারে অন্যান্য চা শ্রমিকরা চলে এলে লেপার্ডটি এলাকা থেকে চলে যায়।
advertisement
advertisement
এরপর বাগানের শ্রমিকরা প্রথমে মারগারেটকে বাগানের হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে লতাবাড়ি হাসপাতালে তাঁকে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই বিষয়ে উল্লেখ্য আটিয়াবাড়ি চা বাগানে ঘন ঘন লেপার্ডের হানার ঘটনা সামনে আসায় রীতিমতো আতঙ্কিত বাগানের শ্রমিকরা।কাজে যেতেও ভয় পাচ্ছেন তাঁরা। এই বাগানেও খাঁচা পাতার আবেদন জানিয়েছেন তাঁরা।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 12:29 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: লেপার্ডের ত্রাসে দুর্বিষহ চা বাগানের জীবনযাপন! এ বার আক্রান্ত মহিলা চা শ্রমিক