Alipurduar News: দেবী বিসর্জন উপলক্ষে মেলার আয়োজন মাদারিহাটে, মানুষের ঢল

Last Updated:

Alipurduar News: মাদারিহাটে বিসর্জনের পাশাপাশি ব্যবসায়ী সমিতির পরিচালনায় এক মেলার আয়োজন করা হয়েছে।এই মেলা ঘিরে মানুষের উন্মাদনা আলাদা মাত্রা পেয়েছে।

+
মেলার

মেলার আয়োজন

#আলিপুরদুয়ার: মাদারিহাটে বিসর্জনের পাশাপাশি ব্যবসায়ী সমিতির পরিচালনায় এক মেলার আয়োজন করা হয়েছে।এই মেলা ঘিরে মানুষের উন্মাদনা আলাদা মাত্রা পেয়েছে। মাদারিহাটের এই বিসর্জন ঘাট অনেক বছরের পুরোনো।প্রথম থেকেই বিসর্জন উপলক্ষ্যে মেলার আয়োজন হয় মাদারিহাটে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এই মেলায় পসরা সাজান।এবারে মেলা চলবে চারদিন।জানা গিয়েছে চারদিনই দেবীর নিরঞ্জন প্রক্রিয়া চলবে।
বিসর্জনের মেলা মাদারিহাটবাসীদের কাছে আবেগ।তাই যতদিন মেলা থাকে ততদিন তারা ঘুরে যান।যেহেতু বিসর্জনের সময় মেলা বসে তাই বিজয়ার কথা মাথায় রেখে খাবার দোকানের ব্যবসায়ীরা মিষ্টিমুখের নানাপদ দিয়ে পসরা সাজান।যা দেখে লোভ সামলাতে পারেন না কেউই। মেলা ঘুরে নেওয়ার পাশাপাশি এগুলি বাড়িতেও নিয়ে যান তারা।এছাড়াও ফাস্ট ফুডের দোকানের দেখা মেলে মেলায়।সব মিলিয়ে পঞ্চাশটির ওপরে দোকান রয়েছে মেলায়।
advertisement
শিশুদের মনোরঞ্জনের জন্য খেলনা,নাগরদোলার দেখা মেলে মেলায়।শিশুদের আনন্দ নিতে দেখা যায় মেলায়। মেলায় পসরা সাজিয়ে বসা এক ব্যবসায়ী জানান,মেলা জমে উঠেছে।ব্যবসা বেশ ভালো চলছে। দুবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মেলা বসেনি মাদারিহাটে।তবে এবছর মেলা বসতেই বিভিন্ন এলাকার মানুষরা প্রথম দিনেই ভীড় জমান এই মেলায়।সকলের মুখে একটাই কথা,মেলা ফিরে পেয়ে তাদের আনন্দ দ্বিগুন।বিসর্জনের প্রথম দিন তাই ঘরে বসে না থেকে এলাকার সকলে ঘুরেছেন এই মেলা।এমনকি প্রতিমা নিরঞ্জনে পুজো কমিটির যারা এসেছিলেন তাদরকেও দেখা যায় মেলার আনন্দ নিতে।
advertisement
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দেবী বিসর্জন উপলক্ষে মেলার আয়োজন মাদারিহাটে, মানুষের ঢল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement