Alipurduar News: জামায় রক্তের দাগ নিয়ে রাস্তায় ঘুরছে ‌যুবক! ধরা পড়তেই সামনে এল ভয়াবহ ঘটনা

Last Updated:

Alipurduar News: জামায় রক্তের দাগ নিয়েই ঘুরছিল যুবক! চলছিল পালানোর চেষ্টা! কী করেছে সে? জানলে আতঙ্ক হবে

হাসিমারা ফাঁড়ি
হাসিমারা ফাঁড়ি
#আলিপুরদুয়ার: প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে খুন করল এক স্বামী।ঘটনায় চাঞ্চল্য হাসিমারা এলাকায়। হাসিমারা ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত স্বামীকে।পুলিশ সূত্রে খবর, 'মঙ্গলবার হাসিমারা আমতলা এলাকায় হাসিমারার স্থানীয় বাসিন্দা বাবলু প্রসাদের সঙ্গে তার স্ত্রীর বিন্দু প্রসাদের বচসা বাধে। এরপরই বাবলু তার স্ত্রীর ওপর এলোপাথাড়ি চাকু চালায়।এরপরেই সে লুটিয়ে পড়ে মাটিতে। এরপর সেখান থেকে পালিয়ে যায়।এরপর মহিলার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনা ঘটিয়ে বেশিদুর পালাতে পারেনি অভিযুক্ত বাবলু প্রসাদ।হাসিমারা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, 'খুন করার কিছুক্ষণ পর বাবলু সেই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছিলেন। তার জামায় রক্তের দাগ দেখতে পায় পুলিশ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে অপরাধী।এরপর তাকে ধরে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এরপর তাকে জেরা করতেই সে দোষ স্বীকার করে নেয়।
পুলিশ বাবলু প্রসাদের স্ত্রীর দেহ উদ্ধার করে।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আলিপুরদুয়ার হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা যায়,বাবলু প্রসাদ পান থেকে চুন খসলেই অত্যাচার চালাত তার স্ত্রী-র ওপর।প্রতিবেশিদের তরফে অনেকদিন শান্ত করা হয়েছে তাদের এই দ্বন্দ্ব।আজ মারাত্মক আকার ধারণ করে বচসা।দুজনের মধ্যে মারপিট হচ্ছিল।তারপরেই এই কাণ্ড ঘটে। মৃতার দিদি জানান, "ঘটনার আকস্মিকতায় তার বিশ্বাস হচ্ছিল না।কোনও রকম ছুটে এসে দেখতে পান বোনের মৃতদেহ লুটিয়ে পড়ে রয়েছে।তার বোনের শরীরের বিভিন্ন অংশে চাকুর আঘাত লক্ষ্য করা গিয়েছে।পুলিশ ফাঁড়িতে এসে ধৃত বোনের জামাইকে ঘটনার কথা জিঞ্জেস করতে মেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি।"
advertisement
মৃতার দিদি আরও জানান, "তার বোন কিছু না কিছু কাজ করে সংসার চালাত।টাকা জমাতে পারত না স্বামীর জ্বালায়।টাকা নিয়ে কোনও প্রশ্ন করলেই তার স্বামীর সঙ্গে বচসা শুরু হত।তার স্বামী তার ওপর অত্যাচার চালাত।অশান্তির খবর পেয়ে তারা ছুটে আসতেন।এবারে আর প্রাণে বাঁচল না তাদের বোন।" বোনের অপরাধীর শাস্তি চান মৃতার দিদি। স্থানীয়রাও একই দাবিতে সরব হয়েছেন।মৃতার স্বামী মদ্যপ অবস্থায় থাকত সবসময়।নেশার পাশাপাশি জুয়া খেলার জন্য স্ত্রীর থেকে টাকা চাইত সে।স্ত্রী টাকা না দিতে চাইলে শুরু হত অশান্তি।স্বামী-স্ত্রীর অশান্তি চরমে উঠলে প্রতিবেশিরা থাকতে পারতেন না।সবসময় চাকু দিয়ে ভয় দেখাত মৃতার স্বামী বলে প্রতিবেশীদের তরফে জানা যায়।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জামায় রক্তের দাগ নিয়ে রাস্তায় ঘুরছে ‌যুবক! ধরা পড়তেই সামনে এল ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement