Alipurduar News: বিয়েবাড়িতে গায়েব হয়ে গিয়েছিল মেয়ে! ১০ বছর পরে খুঁজে দিল সোশ্যাল মিডিয়া
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
দশ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাবেন এমন আশা ছিল না বীচ চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক দম্পতির।অবশেষে মেয়েকে ফিরে পেয়ে মুখে হাসি ফুটল ওই দম্পতির।
আলিপুরদুয়ার: দশ বছর পর হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাবেন এমন আশা ছিল না বীচ চা বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক দম্পতির। অবশেষে মেয়েকে ফিরে পেয়ে মুখে হাসি ফুটল ওই দম্পতির।
দুর্গা ওরাঁও এবং জিড়া ওরাঁও দুজনেই চা বাগানের শ্রমিক।তাদের মেয়ে প্রেমা ওরাঁও।সে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তার বর্তমান বয়স ২৩ বছর।জানা যায়,দশ বছর আগে বীচ চা বাগানের এক বিয়ে বাড়িতে গিয়ে হারিয়ে যায় মেয়েটি।যেসময় মেয়েটি হারিয়ে যায় তখন সে ছিল কিশোরী।বর্তমানে সে যুবতী।
advertisement
কিভাবে সে হারিয়ে গেল তা জানেন না তার পরিবারের লোকেরা।এত বছর পর মেয়েকে ফিরে পেয়ে চোখে জল ধরে রাখতে পাড়েনি প্রেমার পরিবারের সদস্যরা।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেই প্রেমাকে চিনতে পারে তার পরিবারের সদস্যরা।এরপর সমাজসেবীরা এগিয়ে আসেন।জানা যায়,প্রেমা সিকিমে ছিল।সেখানে সে কাজ করছিল এতদিন।প্রেমার দিদি পায়েল ওরাঁও জানান,”বোন এতদিন পর এসেছে।ভাবতেই পারিনি কোনও দিন ওকে ফিরে পাব।সমাজসেবীদের কাছে আমরা কৃতজ্ঞ।”
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 3:47 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বিয়েবাড়িতে গায়েব হয়ে গিয়েছিল মেয়ে! ১০ বছর পরে খুঁজে দিল সোশ্যাল মিডিয়া