Alipurduar: আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আলিপুরদুয়ারের সাহেব

Last Updated:

আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপে আলিপুরদুয়ার জেলার মধ্যে একমাত্র প্রতিনিধিত্ব করতে চলেছে সাহেব রায়। উচ্ছ্বসিত জেলাবাসী।

+
title=

#আলিপুরদুয়ার : আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপে আলিপুরদুয়ার জেলার মধ্যে একমাত্র প্রতিনিধিত্ব করতে চলেছে সাহেব রায়। উচ্ছ্বসিত জেলাবাসী। থাইল্যান্ডে আগামী ১৯-২৩ অগাস্ট আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশীপ। জানা গিয়েছে থাইল্যান্ডের রাজভাট বিশ্ববিদ্যালয়ে এই ক্যারাটে চ্যাম্পিয়নশীপের আয়োজন হবে। দেশ বিদেশের প্রচুর প্রতিযোগী এই চ্যাম্পিয়নশীপে অংশ নিয়েছে। এই কথাটি মাথায় রেখেই অনুশীলনে এতটুকু খামতি দেয়নি সাহেব রায়। কোচ সপ্তপর্ণী চক্রবর্তীর সহায়তায় জোরকদমে অনুশীলন চালিয়ে যায় সাহেব।
 
 
advertisement
আলিপুরদুয়ারে সাহেব রায়ের বাড়ি এগারো হাত কালিবাড়ির সামনে। ছোট থেকেই ক্যারাটে শিখছে সে।প্রথমে জেলায় ছোটখাটো ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিত সে। সেখান থেকে মেলে সাফল্য। এরপর জেলাস্তরে সোনার পদক পেয়েছিল সাহেব। রাজ্যস্তরের প্রতিযোগিতায় মেলে রূপোর পদক। ২০২২ বেঙ্গল অলিম্পিকে রূপোর পদক পেয়ে আলিপুরদুয়ারের নাম উজ্জ্বল করেছে সে।
advertisement
 
থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপে ক্যারাটে ইণ্ডিয়া অর্গানাইজেশনের হয়ে অংশগ্রহণ করতে চলেছে সাহেব রায়। আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় আলিপুরদুয়ারের মুখ উজ্জ্বল করা একমাত্র লক্ষ্য বলে জানায় সাহেব রায়। সাহেব জানায়, \"কঠোর অনুশীলন করা হয়েছে।কোনও খামতি ছিল না। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সাফল্য মিললে খুব খুশি হব।\"
advertisement
 
এদিকে ছাত্রের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে কোচ সপ্তপর্ণী চক্রবর্তীর। তিনি জানান, \"ক্যারাটের সব রকম কৌশল শেখানো হয়েছে সাহেবকে নিজের অভিজ্ঞতাথেকে।সাহেবের ওপর বিশ্বাস রয়েছে। ও পারবে। সাহেবের সাফল্য কামনা করছি।\" বুধবার বিকেলে ট্রেনে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় সাহেব রায় তার কোচ সপ্তপর্ণী চক্রবর্তী। কোচ সপ্তপর্ণী চক্রবর্তীর মতে অনেক ঘাত প্রতিঘাত আসবে। তবে সাহেবের মনোবল ভাঙতে না দেওয়া তার লক্ষ্য। বিদেশের মাটিতে সাহেবের জয় দেখতে তিনি যাচ্ছেন।
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আলিপুরদুয়ারের সাহেব
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement