Alipurduar News: প্রশাসনের দ্বারস্থ হয়ে লাভ হয়নি, তাই এ কী শুরু করলেন বাসিন্দারা? জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
গ্ৰামবাসীরা নিজেরাই নিমতি দোমহনি এলাকায় তৈরি করছে সেচনালা। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে কোনও ফল মেলেনি। অবশেষে গ্ৰামবাসীরা নিজেরাই সেচনালা তৈরির কাজ শুরু করল।
আলিপুরদুয়ার: গ্ৰামবাসীরা নিজেরাই নিমতি দোমহনি এলাকায় তৈরি করছে সেচনালা। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে কোনও ফল মেলেনি। অবশেষে গ্ৰামবাসীরা নিজেরাই সেচনালা তৈরির কাজ শুরু করল।
কালচিনি ব্লকের নিমতি দোমহনি এলাকায় প্রায় ১১০০ কৃষক পরিবার রয়েছে। কৃষকরা জানান, নিমতি দোমহনি এলাকায় যে সেচনালা রয়েছে সেটি ভেঙে যাওয়ায় সেচের জল তাদের জমিতে না গিয়ে জঙ্গলে দিকে চলে যাচ্ছিল।
advertisement
এখন জমিতে ধান বোনার সময়। এই সময় জল না পেলে কৃষকরা চাষাবাদ করতে পারবেনা। এজন্য কৃষকরা সেচনালা তৈরির জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল। লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতে আবেদন করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগেই জল চাই দেওগাঁওয়ের
অবশেষে এলাকার কৃষকরা স্বেচ্ছাশ্রমে সেচনালা তৈরির কাজ শুরু করে। তাদের এই কাজ করতে সহযোগিতা করেছে বিজেপি বিধায়ক বিশাল লামা।এই বিষয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস জানান, “ওই এলাকার বাসিন্দারা সেচনালার বিষয়ে তাকে কিছুই জানায়নি।জানলে ব্যবস্থা নেওয়া হত।”
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 4:55 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রশাসনের দ্বারস্থ হয়ে লাভ হয়নি, তাই এ কী শুরু করলেন বাসিন্দারা? জানুন