Alipurduar News: আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল চোরাই কাঠ উদ্ধার, ধৃত ৪
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
শনিবার সকালে চিঞ্চুলা চা বাগানের ভেতর থেকে লক্ষাধিক টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ উদ্ধার করল বন দফতর।
আলিপুরদুয়ার: ডুয়ার্সের সমস্ত চা বাগান খোলা নেই। নানান কারণে বেশ কিছু চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে। আর সেই সুযোগেই ডুয়ার্সের সমগ্র চা বলয় এখন কাঠ পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পাচারকারীরা বনের দামি দামি কাঠ কেটে চা বাগানের ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। পরে সুযোগ মত সেই কাঠ বের করে বাইরে পাচার করে দেয়। এটাই এখন ডুয়ার্সের অন্যতম রমরমা কারবার।
বন দফতর ও পুলিশ এই কাঠ পাচার ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে। মাঝে মাঝে সাফল্যও মিলছে। তবে এই বেআইনি কারবার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। আর তা যে সম্ভব হয়নি শনিবার হাতে গরম সেই প্রমাণ মিলল। এদিন সকালে চিঞ্চুলা চা বাগানের ভেতর থেকে লক্ষাধিক টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ উদ্ধার করল বন দফতর।
advertisement
আরও পড়ুন: দামি সাইকেল চুরি চক্রের মূল পান্ডা গ্রেফতার
advertisement
আলিপুরদুয়ারের এই চা বাগানের ঝোপের ভেতর থেকে উদ্ধার হওয়া দামী সেগুন কাঠের পরিমাণ ৩৫ সিএফটি। গোপন সূত্রে খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা এখানে হানা দিয়ে এই বেআইনি কাঠ উদ্ধার করে। উদ্ধার করা কাঠ বন দফতরের পানা রেঞ্জে নিয়ে যাওয়া হয়।
advertisement
অপরদিকে আলিপুরদুয়ার-১ ব্লকের পাটকাপাড়া এবং বঞ্চুকামারী এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চোরাই শালকাঠ উদ্ধার করে বন দফতর। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে চোরাই শাল কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করেন বনকর্মীরা। সেখান থেকেই এই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হয়।
এদিকে বঞ্চুকামারী এলাকা থেকে চোরাইকাঠ বোঝাই একটি গাড়ি ও একটি সাইকেল আটক করেছে বনকর্মীরা। এই ঘটনাতেও দু’জন গ্রেফতার হয়েছে। এখানে উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য ২ লক্ষ টাকা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে চোরাই কাঠ উদ্ধার ও গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 6:33 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল চোরাই কাঠ উদ্ধার, ধৃত ৪