Cancer patients: নয় বছর ধরে বড় করা চুল কেটে ক‍্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাল স্বর্ণালী

Last Updated:

ক্যান্সার রোগীদের সাহায্যার্থে নিজের চুল উৎসর্গ করলেন আলিপুরদুয়ারের এক গৃহবধূ। নয় বছর ধরে চুল বড় করছিলেন তিনি।

+
title=

আলিপুরদুয়ার: ক্যান্সার রোগীদের সাহায্যার্থে নিজের চুল উৎসর্গ করলেন আলিপুরদুয়ারের এক গৃহবধূ। নয় বছর ধরে চুল বড় করছিলেন তিনি। কেমো থেরাপির পর ক‍্যান্সার রোগীরা হারিয়ে ফেলেন তাদের প্রিয় চুল। আলিপুরদুয়ার জংশনের একটি পার্লারে গিয়ে ৯ বছর ধরে বড় করে চলা ১৪ ইঞ্চির লম্বা চুল কেটে ফেললেন এক ২৮ বছরের গৃহবধু।
তার নাম স্বর্ণালী সমাদ্দার। নিজেকে সুন্দর দেখানর জন‍্য প্রায় প্রত্যেকেই হেয়ার ডিজাইনারের কাছে গিয়ে চুল কাটিয়ে থাকেন। তবে স্বর্ণালী চুল কেটেছেন নিজেকে সুন্দর দেখানর জন্য নয়। ক‍্যান্সার রোগীদের সাহায‍্যার্থে এই চুল তিনি দান করেছেন।
advertisement
স্বর্ণালীর এই লম্বা চুল দেখে আলিপুরদুয়ার পুরসভার ভাঙ্গাপুল এলাকার বাসিন্দা স্বর্ণালীর প্রেমে পড়ে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন কোচবিহারের এক যুবক। সেই সাধের চুল কেটে ক্যান্সার রোগীদের উৎসর্গ করলেন স্বর্ণালী। তার জন্য ৯ বছর ধরে সেই চুল বড় করে আসছিলেন স্বর্ণালী সমাদ্দার।
advertisement
এদিন নিজের লম্বা চুল উৎসর্গ করে তার নিজের বহুদিনের ইচ্ছে পূরণ করলেন তিনি। চুল কেটে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেন স্বর্ণালী। চুল দেখে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন ঠিকই। তবে ক‍্যান্সার রোগীদের জন‍্য স্বর্ণালীর এই সিদ্ধান্তে খুশি তার স্বামী স্নেহাঙ্কুর দাস।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Cancer patients: নয় বছর ধরে বড় করা চুল কেটে ক‍্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাল স্বর্ণালী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement