Sikkim Flash Flood: কাজের খোঁজে সিকিম যাওয়াই কাল হল! নিখোঁজ কালচিনির ৫ শ্রমিক, উদ্বেগে পরিবার
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
এলাকায় কাজ নেই, সিকিমের লাচুং-এ শ্রমিকের কাজ করতে গিয়ে সর্বনাশ।তারপর থেকে নিখোঁজ রয়েছেন কালচিনির পাঁচজন বাসিন্দা।
আলিপুরদুয়ার: এলাকায় কাজ নেই, সিকিমের লাচুং-এ শ্রমিকের কাজ করতে গিয়ে বিপর্যয়ের কবলে।তারপর থেকে নিখোঁজ রয়েছেন কালচিনি ব্লকের পূর্ব সাতালির পাঁচজন বাসিন্দা। দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। পূর্ব সাতালির বিশ্বনাথ পাড়ার মোট ৭ জন সিকিমের লাচুংয়ে শ্রমিকের কাজ করতেন এরমধ্যে সিকিমে হড়পা বান আসার ঠিক দুদিন আগেই বাড়িতে ফিরে এসেছেন দুজন শ্রমিক। শিবু কিসকু, এরবিন ওঁরাও,বিফে হাঁসদা, বিরসা মারান্ডি, বাবলু কিসকু সিকিমেই ছিলেন।তাদের কেউ পুজোয় আসতেন।আবার কেউ কালিপুজোতে আসবেন বলে ভেবেছিলেন। তবে গত মঙ্গলবারের পর থেকে এই পাঁচজনের কোনও খোঁজ মিলছে না বলে জানান তাদের পরিবারের সদস্যরা।
আরওপড়ুন: নিরিবিলি পছন্দ? সবুজ টানে? পুজোর শহুরে ভিড় ছেড়ে ঘুরে আসুন চিলাপাতার জঙ্গলে! দেখা হবে তাদের সঙ্গেও
ছেলের চিন্তায় চোখের জল থামাতে পারছেন না শিবু কিসকুর মা মঙ্গলি কিসকু। তিনি বলেন,”গত মঙ্গলবারে ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল।ছেলে বলেছিল কালিপুজোতে আসবে বাড়িতে।সিকিমে বন্যার পর থেকেই তাকে আর ফোনে পাচ্ছি না। যার অধীনে সে কাজ করতো সেই ঠিকাদার ও মালিকের সঙ্গেও কোনও যোগাযোগ হচ্ছে না।’বাবলু কিসকুর স্ত্রী পুনম কিসকু বলেন,”এলাকায় কোনও কাজ নেই, তাই বাধ্য হয়ে দুমাস আগে সিকিমে কাজের সন্ধানে গিয়েছিল আমার স্বামী। তবে দুর্যোগের পর কোনও খোঁজ খবর পাচ্ছি না তার। একদৃষ্টে বাইরের রাস্তায় চেয়ে বসে রয়েছি, যদি বাড়ি ফিরে আসেন তিনি।’এলাকার বাসিন্দারা জানিয়েছেন প্রশাসনের কাছে আর্জি তারা জানিয়েছে। যদি কোনও ভাবে পাঁচজন শ্রমিকের কোনো তথ্য তাঁরা দিতে পারেন। থানাতেও জানিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 1:23 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Sikkim Flash Flood: কাজের খোঁজে সিকিম যাওয়াই কাল হল! নিখোঁজ কালচিনির ৫ শ্রমিক, উদ্বেগে পরিবার