পড়ুন, সলমন নাকি বিরল প্রজাতির বাদুর!
Last Updated:
পড়ুন, সলমন নাকি বিরল প্রজাতির বাদুর!
#মুম্বই:রেমো ডি'সুজা পরিচালিত সলমন খানের অ্যাকশন থ্রিলার 'রেস থ্রি' নিয়ে দর্শকের মনে উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনি সমালোচনার ঝড়ও কিছু কম বইছে না! ছবির ট্রেলার রিলিজের পর সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে রসিকতার বন্যা! সবথেকে বেশি ঠাট্টা-তামাশা হচ্ছে সলমন আর ববির প্যারাগ্লাইডিং-এর দৃশ্য নিয়ে! তাঁদেরকে তুলনা করা হয়েছে ' এক বিরল প্রজাতির বাদুর'-এর সঙ্গে, যারা নাকি দিনের বেলাতেও উড়তে পারে!
ট্রেলার দেখে অনেকের মত, হলিউডের জনপ্রিয় ছবি 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'-এর নকল নাকি 'রেস থ্রি'! ট্যুইটারে ঘুরছে, 'থাম্বস আপ'-এর বিজ্ঞাপনে সলমন যে স্টান্টগুলো করেছেন, তাই দিয়েই নাকি গোটা ছবিটা বানিয়ে ফেলা হয়েছে। কটাক্ষ করা হচ্ছে সলমন ও ববির বয়স নিয়েও!
advertisement
Location :
First Published :
May 20, 2018 5:34 PM IST