হায়দরাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত ২, রায়দান সোমবার
Last Updated:
২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় ৪৪ জনের৷ আহত হয়েছিলেন ৬৮ জন ৷
#হায়দরাবাদ: ২০০৭ সালের হায়দরাবাদের জোড়া বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ২ এবং অন্য দুই অভিযুক্তকে বেকসুর খালাস করল বিশেষ এনআইএ আদালত ৷ আগামী সোমবার এই মামলায় রায়দান ৷ বিস্ফোরণে জড়িত ২ অভিযুক্ত এখনও ফেরার ৷ ২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় ৪৪ জনের৷ আহত হয়েছিলেন ৬৮ জন ৷
দীর্ঘ ১১ বছরের শুনানি শেষে এদিন দুই অভিযুক্ত আনিক সফিক সইদ ও ইসমাইল চৌধুরিকে দোষী সাব্যস্ত করে বিশেষ ট্রায়াল কোর্ট ৷ বিস্ফোরণের ঘটনায় যুক্ত এই দু’জন ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সদস্য ৷ আগামী সোমবার দোষীদের সাজা শোনাবে আদালত ৷
তেলেঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং বিস্ফোরণের তদন্ত করে ৷ ঘটনায় যুক্ত দুই অভিযুক্ত রিয়াজ ভাটকল ও ইকবাল ভাটকল এখনও পলাতক ৷ ২০১৩ সালের অগাস্টে হায়দরাবাদের আদালতে আনিক শাফিক সইদ, মহম্মদ সাদিক, আকবর ইসমাইল চৌধুরি ও আনসার আহমেদ বাদশা শেখ-কে মূল অভিযুক্ত হিসেবে পেশ করে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয় ৷ এই মামলায় মোটটি চারটি চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা ৷
advertisement
advertisement
আরও পড়ুন
তদন্তে উঠে আসে ঘটনার দিন ইন্ডিয়ান মুজাহিদ্দিন সদস্য আনিক সফিক সঈদ নিজে লুম্বিনী পার্কে বিস্ফোরক রেখে এসেছিলেন ৷ যদিও দিল সুখনগরের ফুটব্রিজের নীচে ইসমাইল চৌধুরির রেখে আসা বিস্ফোরকটি আগেই উদ্ধার করে পুলিশ ৷
advertisement
আরও পড়ুন
২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাটেই মৃত্যু হয়েছিল ৩২ জন নিরপরাধ মানুষের, আহত হন ৪৭ জন ও লুম্বিনি পার্কের ওপেন থিয়েটারে বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জন হতভাগ্যের ৷ আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ২১ ৷
view commentsLocation :
First Published :
September 04, 2018 12:08 PM IST