হায়দরাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত ২, রায়দান সোমবার

Last Updated:

২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় ৪৪ জনের৷ আহত হয়েছিলেন ৬৮ জন ৷

#হায়দরাবাদ: ২০০৭ সালের হায়দরাবাদের জোড়া বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ২ এবং অন্য দুই অভিযুক্তকে বেকসুর খালাস করল বিশেষ এনআইএ আদালত ৷ আগামী সোমবার এই মামলায় রায়দান ৷ বিস্ফোরণে জড়িত ২ অভিযুক্ত এখনও ফেরার ৷ ২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাট ও লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় ৪৪ জনের৷ আহত হয়েছিলেন ৬৮ জন ৷
দীর্ঘ ১১ বছরের শুনানি শেষে এদিন দুই অভিযুক্ত আনিক সফিক সইদ ও ইসমাইল চৌধুরিকে দোষী সাব্যস্ত করে বিশেষ ট্রায়াল কোর্ট ৷ বিস্ফোরণের ঘটনায় যুক্ত এই দু’জন ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সদস্য ৷ আগামী সোমবার দোষীদের সাজা শোনাবে আদালত ৷
তেলেঙ্গানা পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স উইং বিস্ফোরণের তদন্ত করে ৷ ঘটনায় যুক্ত দুই অভিযুক্ত রিয়াজ ভাটকল ও ইকবাল ভাটকল এখনও পলাতক ৷ ২০১৩ সালের অগাস্টে হায়দরাবাদের আদালতে আনিক শাফিক সইদ, মহম্মদ সাদিক, আকবর ইসমাইল চৌধুরি ও আনসার আহমেদ বাদশা শেখ-কে মূল অভিযুক্ত হিসেবে পেশ করে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয় ৷ এই মামলায় মোটটি চারটি চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
তদন্তে উঠে আসে ঘটনার দিন ইন্ডিয়ান মুজাহিদ্দিন সদস্য আনিক সফিক সঈদ নিজে লুম্বিনী পার্কে বিস্ফোরক রেখে এসেছিলেন ৷ যদিও দিল সুখনগরের ফুটব্রিজের নীচে ইসমাইল চৌধুরির রেখে আসা বিস্ফোরকটি আগেই উদ্ধার করে পুলিশ ৷
advertisement
আরও পড়ুন 
২০০৭ সালের ২৫ অগাস্ট হায়দরাবাদের গোকুল চাটেই মৃত্যু হয়েছিল ৩২ জন নিরপরাধ মানুষের, আহত হন ৪৭ জন ও লুম্বিনি পার্কের ওপেন থিয়েটারে বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জন হতভাগ্যের ৷ আহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ২১ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হায়দরাবাদ বিস্ফোরণে দোষী সাব্যস্ত ২, রায়দান সোমবার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement