ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে আইপিএলের পরেই রয়েছে আইসিসি টি২০ বিশ্বকাপ। এ বারের টি২০ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ২০১০ সালের পরে এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে আমেরিকায় এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে। এ বারের বিশ্বকাপে সুযোগ পেতে চলেছে মোট ২০টি দল। বিশ্বকাপে খেলা হবে মোট ৫৫টি ম্যাচ। দুই দেশের মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ক'টি ম্যাচ।
সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে। ফাইনাল সমেত মোট ৯টি ম্যাচ খেলা হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। ৮টি করে ম্যাচ খেলা হবে অ্যান্টিগুয়া এবং বার্বুডা এবং নিউ ইয়র্কে। ৫৫টি ম্যাচের মধ্যে ৩৯টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ১৬টি ম্যাচ আয়োজন করবে আমেরিকা।
বিশ্বকাপ আয়োজন করার জন্য সরাসরি খেলার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। আইসিসি টি২০ র্যাঙ্কিং-এর ভিত্তিতে এ বার সুযোগ পাবে আরও ২ দেশ। ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। এর মধ্যে পয়েন্টের ভিত্তিতে সেরা ২ দল সুযোগ পাবে পরের রাউন্ডে। ৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে পরের রাউন্ড। দ্বিতীয় পর্বের সেরা চার দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সেমি ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বকাপের সূচি জানতে নজর রাখুন নিউজ১৮ বাংলায়।