Team India- ২০২৪ টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা ২৫৭ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫৬.৭০। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
Rahul Dravid: ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পরেও বড় মনের পরিচয় দিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় কোচ।
সবমিলিয়ে ভারতীয় দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে ৪২ জনের দল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল৷
Team India star Kuldeep Yadav reaction on marrying a Bollywood actress: টি-২০ বিশ্বকাপের সেলিব্রেশনের পাশাপাশি কুলদীপ যাদবের বিয়ে নিয়ে বড় গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ কিছু দিন ধরে জল্পনা শোনা যাচ্ছি তিনি নাকি কোনও বলিউডের নায়িকাকে বিয়ে করতে চলেছেন।
India vs Zimbabwe:সামনে এসেছে এক বড় তথ্য। যার কারণ জানলে অবাক হবেন আপনিও। ভাববেন এমনও হয়? কারণ জানা গিয়েছে, টি-২০ বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করেছিল একজন ভারতীয় ক্রিকেটার।
Hardik Pandya: আইপিএল শেষের পর থেকেই হার্দিক-নাতাসার সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা চলছে। টি-২০ বিশ্বকাপ জয়ের পর হার্দিককে শুভেচ্ছা জানিয়ে কোনওরকম পোস্ট করেননি নতাসা। এবার সামনে এল হার্দিকের তোলপার ফেলা ছবি।
Virat Kohli and Rohit Sharma: ১৫ বছর ধরে মেন ইন ব্লু জার্সিতে খেলেন, তাঁরা দুজনেই মহাতারকা তবে সম্পর্ক ছিল নাকি তলানিতে!
Rohit Sharma: রোহিত শর্মার মত ব্যাটার ভারতীয় দলে কেউ আসবে কিনা তার উত্তর তো ভবিষ্যৎ দেবে। কিন্তু অন্য এক কারণে ইতিমধ্যেই ভারতীয় দল পেয়ে গিয়েছে তাদের দ্বিতীয় রোহিত শর্মাকে।
রোহিত, বিরাটদের মতো মুষড়ে পড়েছিলেন রাহুল দ্রাবিড়ও। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর হেড কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। সেই সময়ই আসে রোহিতের ফোন। সিদ্ধান্ত বদলান দ্রাবিড়।
Indian Player's Prize Money: কপিল দেবের নেতৃত্বে টিম ইন্ডিয়া যখন ক্রিকেট বিশ্বকাপ জিতে ফিরেছিল, তখন বিসিসিআই-ভাণ্ডারে এত টাকা ছিল না৷
Rohit Sharma: ওয়াংখেড়েতে ভিড়ের মাঝে মা-ছেলের এই একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দী করেন ক্রিকেটপ্রেমীরা।
India's T20 World Cup Victory Parade In Mumbai: তবে এর মধ্যে বেশ কয়েকজন ফ্যানদের প্রচণ্ড ভিড়ে অসুস্থ হয়ে পড়ার খবরও পাওয়া গিয়েছে ৷ অনেকেই জানিয়েছেন এত ভিড়ের মধ্যে একসময়ে শ্বাস নেওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছিল ৷
Virat Kohli On Rohit Sharma: বার্বাডোজের সিঁড়ি দিয়ে উঠছেন বিরাট কোহলি। চোখে জল। সেইসময় সিঁড়ি থেকে নামছিলেন রোহিত শর্মা। তখনই...
Jasprit Bumrah: হোটেল থেকে বেরিয়ে পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে নানা বিষয়ে কথা বলেন ভারতীয় ক্রিকেটাররা।
Team India celebration at Mumbai: বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া দেশে ফিরেছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোহিতদের সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী। তার পর সেখান থেকে আবার হোটেলের উদ্দেশে বেরোবেন ভারতীয় ক্রিকেটাররা।
Hardik Pandya: টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। এবার বিশ্বকাপ শেষে সামনে এল হার্দিককে নিয়ে আরও বড় খবর।
Hardik Pandya number 1 allrounder: বিশ্বকাপ ফাইনালে পান্ডিয়াকে দেখা গিয়েছিল নতুন লুকে। এমনিতে তাঁকে চাপ দাড়িতেই দেখা যায়। তবে ফাইনালে দেখা গেল পান্ডিয়া গোঁফ রেখেছেন, দাড়ি কামিয়ে ফেলেছেন।
Team India: টি-২০ বিশ্বকাপ জেতায় ভারতীয় দলের জন্য আলাদাভাবে ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই টাকা কীভাবে ভাগ করা হবে।
Rohit Sharma ICC T20 World Cup 2024: বিশ্বকাপ জেতার পরে পিচ থেকে এক টুকরো মাটি তুলে মুখে দেন রোহিত শর্মা। তার পরেই অবাক হয়ে যায় গোটা দেশ।
ICC or BCCI who will keep the T20 World Cup 2024 Trophy: ভারতের জয়ের পর ক্রিকেট ফ্যানেদের একাংশের কৌতুহল হল টি-২০ বিশ্বকাপ ট্রফিটি থাকবে কার বা কাদের কাছে?