advertisement

pakistan-national-cricket-team-6

ব্যাটসম্যান

  • player-img
    Babar AzamRight Handed
  • player-img
    Fakhar ZamanLeft Handed
  • player-img
    Saim AyubLeft Handed
  • player-img
    Usman KhanRight Handed

বোলার

  • player-img
    Abbas AfridiRight-arm medium fast
  • player-img
    Abrar AhmedLeg break googly
  • player-img
    Haris RaufRight-arm fast
  • player-img
    Mohammad AmirLeft-arm fast
  • player-img
    Naseem ShahRight-arm fast
  • player-img
    Shaheen AfridiLeft-arm fast

অল রাউন্ডার

  • player-img
    Iftikhar AhmedRight Handed
  • player-img
    Imad WasimLeft Handed
  • player-img
    Shadab KhanRight Handed

উইকেট কিপার

  • player-img
    Azam KhanRight Handed
  • player-img
    Mohammad RizwanRight Handed
আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪। টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার টি-২০ বিশ্বকাপ হতে চলেছে ২০টি দেশকে নিয়ে। উদ্বোধনের দিন দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা। দ্বিতীয় ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনি। ভারতীয় দল ৫ জুন তাদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ তরিখ ভারতের মেগা ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। মূলপর্বে উত্তীর্ণ ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে, যেখানে প্রতি গ্রুপে ৫টি করে দল থাকবে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, আমেরিকা। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান, স্কটল্যান্ড। গ্রুপ সি-তে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। গ্রুপ ডি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, নেদারল্যান্ড। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ৮ পর্বে কোয়ালিফাই করবে। যেই আটটি দল সুপার এইটে কোয়ালিফাই করবে তাদের আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। সেখান একে অপরের বিরুদ্ধে খেলবে সবকটি দল। ৩টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। তারপর সেখান থেকে পয়েন্ট ও রানরেটের বিচারে ২টি করে দল পৌছবে সেমি ফাইনালে। তারপর দুটি দল পৌছবে মেগা ফাইনালে। প্রসঙ্গত, গতবার অস্ট্রেলিয়ার মাটিতে বসেছিল টি-২০ বিশ্বকাপের আসর। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিস ইংল্যান্ড। এবার কোন দলের মাথায় ওঠে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের শিরোপা ওঠে কোন দলের মাথায় সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement