Team India Playing XI vs Zimbabwe: বিশ্বকাপ জিতেও বিশ্রামের সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। যদিও বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ রয়েছে। আজ থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আজ প্রথম ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়ন দলের তারকা ক্রিকেটাররা অবশ্য এখ ছুটি কাটাচ্ছেন।
Virat Kohli Phone wallpaper: বিমানবন্দরে বিরাট কোহলির মোবাইলের ওয়ালপেপারের ছবি ভাইরাল। সাধু নিম করোলি বাবার ছবি দেখা গিয়েছে সেখানে। আসুন জেনে নিই, নিম করোলি বাবা কে!
Dayananda Garani: দয়ানন্দ গরানিকে এখন অনেকেই চেনেন হয়তো! তবে দীর্ঘ সময় ধরে তিনি পর্দার আড়ালেই কাজ করেছেন। টিম ইন্ডিয়ার জয়ে বিরাট-রোহিত-দ্রাবিড়ের অবদান নিয়ে চারপাশে এত কথা হচ্ছে। তার মাঝে দয়ানন্দকেও কিন্তু নতুন করে চিনেছে দেশের মানুষ।
এই বিশ্বকাপটা কোনওদিন ভুলবেন না বলে জানালেন বিরাট ৷ পাশাপাশি বিশ্বকাপে নিজের অফ-ফর্ম নিয়েও এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন কিং কোহলি ৷
Virat Kohli Heads to London: বিশ্বকাপ জেতার খুশি অনুষ্কা শর্মা ও তাঁর দুই সন্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ভিকট্রি প্যারেড শেষ করেই কোহলি উড়ে গেল লন্ডনের উদ্দেশে৷ বৃহস্পতিবার রাতেই এয়ারপোর্টে হাজির হন কিং কোহলি৷ তিনি পরেছিলেন একটা অলিভ গ্রিন জ্যাকেট আর সাদা টি শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট৷
বৃহস্পতিবার বৃষ্টিস্নাত ওয়াংখেড়েতে সংবর্ধনা দেওয়া হয় বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। তার আগে মাঠ প্রদক্ষিণ করে টিম ইন্ডিয়া।
Hardik Pandya Natasa Stankovic Divorce Rumour: আসলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিও-তে নাতাশা সিলমোহর দিয়ে লিখেছেন, “একটা নির্দিষ্ট অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।”
Rohit Sharma-Virat Kohli dance: বিজয়ী অনুষ্ঠানে নিজেদের অনুভূতি লুকিয়ে রাখলেন না তাঁরা কেউ। ফাইনাল ম্যাচে রোহিতের সঙ্গে কাটানো মুহূর্তটা মনে পড়ে গেল তাঁর। বিরাট বলেন, 'আমরা বহু বছর ধরে একসঙ্গে ক্রিকেট খেলেছি। আজ পর্যন্ত কোনো ম্যাচেই রোহিতকে এত আবেগে দেখিনি। আমি সিঁড়িতে বসে ছিলাম, কাঁদছিলাম, আর রোহিতও কাঁদছিল। আমরা একে অপরকে জড়িয়ে ধরি।
Team India: ১৯৮৩, ২০০৭, ২০১১ , ২০২৪। বিগত চার দশকের বেশি সময়ে ক্রিকেট অনেক পাল্টে গিয়েছে। ব পাল্টালেও ভারতীয় দল যতবার বিশ্বকাপ জিতেছে বিশ্বজয়ীদের ঘিরে দেশবাসীর উচ্ছ্বাসে, ভালবাসায় কোনও পরিবর্তন হয়নি।
Team India Victory Parade: টি-২০ বিশ্বকাপে জিতে দেশা ফেরার প্রায় ১৩ ঘণ্টা পর অবশেষে শুরু হল টিম ইন্ডিয়ার হুড খোলা বাসে পরিক্রমা। মুম্বইয়ে আরব সীগরের তীরে নামে ফ্যানেদের জনসুনামি।
Air India's T 20 winners most tracked flight বিশ্বজয়ীদের দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান,'AIC24WC'৷ যাত্রাপথ ছিল ১৬৩৪৫ কিমি দীর্ঘ পথ৷ সময় লেগেছে প্রায় ১৬ ঘণ্টা৷ এই বিশেষ বিমানকে নিয়ে তাই কৌতুহলের শেষ নেই৷ সবচেয়ে বেশি ট্র্যাক করা বিমানের রেকর্ড ছুল এই বিশেষ বিমান৷
Team India: বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ, তার আঁচ বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমান বন্দরে টের পেয়েছিল ভারতীয় দল। আর ফ্যানেদের উচ্ছ্বাসের বাঁধা ভাঙা ছবি ধরা পড়ল মুম্বইয়ে।
Team India meets modi: হোটেলে ঢোকার আগে ভারতীয় সমর্থকদের মাঝে ভাংরা নাচ করেছিলেন রোহিত শর্মা। এমনকী সূর্যকুমার যাদব ঢোল বাজাতে শুরু করেছিলেন আনন্দে। কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নেওয়ার পর গোটা ভারতীয় দল দুটি বাসে চেপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের পৌঁছয়।
Rohit Sharma Vangra dance: বার্বাডোজে বিশ্বকাপ জয়ের পর আটকে ছিল টিম ইন্ডিয়া। সেখানে হ্যারিকেন বেরিলের দাপট চলছে। ফলে ভারতে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বিমানে রোহিত, বিরাটদের দেশে ফেরানো হয়েছে।
Team India Celebration: অবশেষে বৃহস্পতিবার ভোরে ভারতের মাটি স্পর্শ করে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য পাঠানো বিশেষ বিমান। দিল্লিতে নামার আগেই প্লেনের ভিতরেই সেলিব্রেশনে মাতল টিম ইন্ডিয়া।
Surya Kumar Yadav: প্রত্যেক সফল পুরুষের পিছনেই এক জন নারীর অবদান থাকে। এই প্রবাদবাক্য কতটা সত্যি? সূর্যকুমার যাদবের ক্ষেত্রে ১০০ শতাংশ। টি২০ বিশ্বকাপ জেতার পর নিজেই স্বীকার করেছেন এই কথা।
Rohit Sharma Viral Video:বিশ্বজয়ের পর ঘূর্ণি ঝড়ের কারণে বার্বাডোজ ছাড়তে পারেনি ভারতীয় দল। এরই মধ্যে নতুন 'সঙ্গীর' সঙ্গে দেখা গেল রোহিত শর্মাকে।
ICC T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতে ভারতীয় দল যখন ড্রেসিংরুমে পৌঁছয় তখন সবাই ট্রফির সঙ্গে ছবি তুলতে চেয়েছিল।
India squad vs Zimbabwe: ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ জুলাই থেকে। শুভমান গিল ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ভারতীয় দলের জন্য আপাতত রেগুলার কোচ নেই। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ এই সিরিজে কোচের দায়িত্ব নেবেন।
T20 World Cup 2024: যার নেতৃত্বে ভারতীয় দলের বিশ্বকাপ জয় হয়েছে, তাঁকে সম্মান জানাতেই তৈরি করেছেন রোহিত শর্মার একটি ছবি।