বিলু পাত্র জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতার শিকার! তবে, তাঁর মানসিক শক্তি এতখানি যে, 'দিব্যাঙ্গ' (বা, বিকলাঙ্গ) পা জোড়া নিয়েই তিনি যেকোনো সাধারণ মানুষের থেকে দ্রুত এগিয়ে যেতে পারেন! তিনি পাচ্ছেন স্টেট অ্যাওয়ার্ড পুরস্কার, আর,এরকমই শত শত বিলু-মন্দিরা তৈরি করার শপথ নিয়ে গত ৪০ বছর ধরে যে প্রতিষ্ঠান এগিয়ে রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিল্ড্রেন।