West Medinipur News : ভাই-বোন প্রতিবন্ধী, ভিক্ষে করেই চলে পাঁচজনের সংসার, মেদিনীপুরের কালগাং এলাকার চরম দুর্দশাগ্রস্থ পরিবারের জন্য সরকারি সাহায্যের আর্জি প্রতিবেশীদের
পরিবারের ভাই সারাদিন ভিক্ষে করতে বেরিয়ে যায় আর দিদি শুয়ে থাকে শহরের আনাচে-কানাচে রাস্তার ধারে নালা-নর্দমায়।সারাদিন ধরে কাঁদতে থাকে এই বোন। অবশেষে সন্ধ্যেবেলায় ভিক্ষে করে যা জুটে তা দিয়ে চলে 5 জনের সংসার। যেহেতু বোবা-কালা তাই কাউকে সাহায্যের আবেদন করতে পারে না। তাছাড়া এখনো পর্যন্ত হয়নি ভোটার কার্ড হয় নি দুজনের দিদির হয়নি আধার কার্ডও।
West Medinipur News : ভাই-বোন প্রতিবন্ধী, ভিক্ষে করেই চলে পাঁচজনের সংসার, মেদিনীপুরের কালগাং এলাকার চরম দুর্দশাগ্রস্থ পরিবারের জন্য সরকারি সাহায্যের আর্জি প্রতিবেশীদের